পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ PM
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের স্কোয়াডে সুমাইয়া আক্তার সুবর্ণা, আরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলামরা আছেন। লাল-সবুজ শিবিরের অধিনায়কের গুরুদায়িত্ব সামলাবেন সাদিয়া ইসলাম। অন্যদিকে পাকিস্তানের স্কোয়াডের নেতৃত্বে আছেন ইমান নাসের।
এদিকে আগেই এই সিরিজের সূচি প্রকাশ করেছিল বিসিবি। সূচি অনুযায়ী, এই সিরিজের প্রথম ম্যাচ ৩ ডিসেম্বর মাঠে গড়াবে। এরপর একদিন বিরতি দিয়ে ৫ ডিসেম্বর ফের মাঠে নামবে দল দুটি। সিরিজের বাকি তিনটি ম্যাচ ৭, ১০ ও ১২ ডিসেম্বর গড়াবে।
সবগুলো ম্যাচই কক্সবাজার একাডেমি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে শুরু হবে ম্যাচগুলো। আর ১৩ ডিসেম্বর ঢাকা ছাড়বে সফরকারীরা।
এর আগে, গত ৩০ নভেম্বর ঢাকায় পা রাখে সফরকারীরা এবং সেদিনই কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা করেছিল তারা। এছাড়া ১ ও ২ ডিসেম্বর কক্সবাজার একাডেমি মাঠে অনুশীলনও সেরেছে পাকিস্তান দল।
বাংলাদেশ স্কোয়াড: সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), আরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), মোসাম্মৎ ফারজানা ইয়াসমিন, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, হাবিবা ইসলাম পিংকি, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃদা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ সামিয়া খাতুন, কুমারি রানি শিল।
স্ট্যান্ডবাই: চৌধুরী অদৃতা নোয়াসির, মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন।
পাকিস্তান স্কোয়াড: বারিরাহ সাইফ, ফিজা ফিয়াজ, রাহিমা সাইদ, মেমুনা খালিদ, ইমান নাসের (অধিনায়ক), রোজিনা আকরাম, আরিশা আনসারি, কোমাল খান, রাভাইল ফারহান, আকসা হাবিব, শাহার বানো, মাহনুর জাব, আয়েশা রিয়াজ, জুফিসান আয়াজ, আলিশা মুখতিয়ার।