বিশ্বকাপের আগে শেষ ম্যাচে যে প্রত্যাশা বাংলাদেশের

০১ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের বিপক্ষে ৩৯ রানে হারলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। এতে সিরিজের তৃতীয় ও শেষটি ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। 

অবশ্য, আইরিশদের বিপক্ষে এই ম্যাচটি জয় দিয়েই রাঙাতে চান শন টেইট। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই স্বাগতিকদের শেষ টি-টোয়েন্টি সিরিজ। যে কারণে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বমঞ্চে যেতে চান টাইগার পেস বোলিং কোচ।

টেইট বলেন, 'আমাদের চিন্তাভাবনা খুব বেশি জটিল করার প্রয়োজন নেই। আমার মনে হয় আমাদের শুধু ভালো ক্রিকেট খেলা এবং ম্যাচ জেতার দিকে মনোযোগ দেওয়া উচিত। যখনই আপনি কোনো আন্তর্জাতিক ম্যাচ যেতেন, আপনি সেখান থেকে কিছু আত্মবিশ্বাস পান। আমি মনে করি, আমরা সবচেয়ে ভালো যেটা করতে পারি তা হলো, গত ম্যাচে আমরা যে ম্যাচটি জিতেছি সেখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে ভালো খেলা এবং সেটা আগামীকালের ম্যাচে কাজে লাগানো। আশা করি আমরা জিতব।'

বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস প্রসঙ্গে টেইট বলেন, 'এরপর অবশ্যই কিছুটা বিরতি আছে। কিন্তু সেই আত্মবিশ্বাসটা আমাদের সাথেই থাকবে। আমরা যদি একটা জয় পাই, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার। তাই আমার মনে হয় না আমাদের এখনই খুব বেশি চিন্তাভাবনা কঠিন করার দরকার আছে।

এদিকে আইরিশদের সমীহও করছেন বাংলাদেশ কোচ। তবে প্রতিপক্ষ প্রসঙ্গ দূরে রেখে মাঠের লড়াইয়েই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছেন তিনি। 

টেইট বলেন, 'আয়ারল্যান্ড কিছু ভালো ক্রিকেট খেলেছে, হ্যাঁ। ওদের বেশ ভালো কিছু খেলোয়াড় আছে। ওদের দেখে মনে হচ্ছে ওরা বেশ গোছানো একটা টি-টোয়েন্টি দল। আমরা একটা ভালো চ্যালেঞ্জ চাই। আমরা সেটাই চাই। আপনারা জানেন, আমাদের পরবর্তী সিরিজই বিশ্বকাপ। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য এর চেয়ে বড় কিছু আর হতে পারে না।'

তিনি যোগ করেন, 'প্রতিপক্ষ কারা সেটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া বা ওয়েস্ট ইন্ডিজ, যার বিপক্ষেই খেলি না কেন, আমাদের শুধু ভালো ক্রিকেট খেলতে হবে। প্রস্তুতি বলতে, এটাই তো প্রস্তুতি। এরপর বিপিএল আছে, প্র্যাকটিস গেম আছে, তারপর বিশ্বকাপ। এটাই প্রস্তুতি।' 

নির্বাচন পর্যবেক্ষণে আসছে যুক্তরাষ্ট্রের দুই সংস্থা
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য সংক্রান্ত অনুসন্ধানে গুগলে দেখা যাবে না এআই ওভারভ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আজ দেশব্যাপী বিক্ষোভ করবে ইনকিলাব মঞ্চ
  • ১৬ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস
  • ১৬ জানুয়ারি ২০২৬
কোয়াব সভাপতি মিঠুনকে হত্যার হুমকির অভিযোগ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9