বিপিএলে দেশি ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ, কে কোন ক্যাটাগরিতে

বিপিএল ট্রফি
বিপিএল ট্রফি   © সংগৃহীত

আগামী ৩০ নভেম্বর (রবিবার) হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের নিলাম। এবারের নিলামে স্থানীয় ১৫৮ জন ক্রিকেটারের নাম উঠবে। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত ৬টি ক্যাটাগরিতে তাদের ভাগ করা হয়েছে। যেখানে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে আছেন কেবল লিটন দাস ও নাঈম শেখ। তাদের নিচে ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন, ‘সি’-তে ১৭ জন, ‘ডি’-তে ২৬ জন, ‘ই’-তে ৩৮ জন এবং সর্বোচ্চ ৬৩ জন রয়েছেন ‘এফ’ ক্যাটাগরিতে।

নিলামের নিয়ম অনুযায়ী, ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ২, ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৬, ‘ই’ ক্যাটাগরি থেকে ন্যূনতম ৩ এবং ‘এফ’ ক্যাটাগরি থেকে কমপক্ষে একজন ক্রিকেটারকে কিনতে হবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির। অবশ্য, দেশি-বিদেশি মিলিয়ে ইতোমধ্যেই সরাসরি চুক্তিতে ১৯ জন ক্রিকেটার বিপিএলে দল পেয়েছেন।

অভিজ্ঞ দুই তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ‘বি’ ক্যাটাগরিতে শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, ইয়াসির আলি রাব্বি, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফউদ্দিন, সৈয়দ খালেদ আহমেদ রয়েছেন।

‘সি’ ক্যাটাগরিতে আফিফ হোসেন, আবু হায়দার রনি, এবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, আকবর আলি, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, সাব্বির রহমান, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, সাদমান ইসলাম, আলিস আল ইসলাম, তাইজুল ইসলাম, রিপন মন্ডল, রাকিবুল হাসান রয়েছেন। 

‘ডি’ ক্যাটাগরিতে থাকা উল্লেখযোগ্য ক্রিকেটাররা হলেন হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, আরাফাত সানি, মাহফুজুর রহমান রাব্বি, আরিফুল ইসলাম, শেখ পারভেজ জীবন, মুশফিক হাসান, মেহরব হোসেন, শাহাদাত হোসেন দিপু, আব্দুল গাফফার সাকলাইন।

‘ই’ ক্যাটাগরিতে সোহাগ গাজী, নাঈম ইসলাম, রবিউল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, শুভাগত হোম, মারুফ মৃধা, আবু জায়েদ রাহি, ওয়াসি সিদ্দিকি, মুকিদুল মুগ্ধ, শহীদুল ইসলাম, আশিকুর রহমান শিবলি, ইফতেখার হোসেন ইফতি, মার্শাল আইয়ুব, আহরার আমিন, আইচ মোল্লা এবং ‘এফ’ ক্যাটাগরিতে অভিষেক দাস অরণ্য, মুনিম শাহরিয়ার, টিপু সুলতান, সফর আলি, শাহরিয়ার সাকিবদের মতো তরুণ ক্রিকেটাররা আছেন।


সর্বশেষ সংবাদ