প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ দল
বাংলাদেশ দল   © সংগৃহীত

টেস্ট সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পর পাহাড়সমান আত্মবিশ্বাস নিয়েই সাদা বলের লড়াইয়ে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ (২৭ নভেম্বর) মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

তবে এই ম্যাচের আগে আলোচনায় বাংলাদেশের একাদশ। যদিও লাল-সবুজের সম্ভাব্য একাদশে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই। ওপেনিংয়ে যথারীতি তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে দেখা যেতে পারে। তিন নম্বরে থাকছেন লিটন দাস। চার নম্বরে নেমে মিডল-অর্ডারকে আরও শক্তিশালী করতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ ছাড়া পাঁচে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিককে দেখা যেতে পারে। 

উইকেট ও পরিস্থিতি বিবেচনায় স্পিননির্ভর একাদশ সাজানোর পরিকল্পনা করছে স্বাগতিকরা। সেই লক্ষ্যে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ এবং তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন দলে থাকতে পারেন। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারে ভালো ছন্দে থাকায় তাদের ওপর থাকবে গুরুত্বপূর্ণ দায়িত্ব। সব মিলিয়ে ব্যাট-বলে আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখিয়ে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা জয় দিয়েই করতে চাইবে টাইগাররা।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড সম্ভাব্য একাদশ: পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, গ্যারেথ ডিলানি, লরকান টাকার (উইকেটরক্ষক), কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেস, মার্ক অ্যাডায়ার, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, ক্রেইগ ইয়ং।


সর্বশেষ সংবাদ