এবার জামায়াতের এমপি পদপ্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ পাইলট

খালেদ মাসুদ পাইলট
খালেদ মাসুদ পাইলট   © সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালক খালেদ মাসুদ পাইলট। তবে এমন গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে নিজেই জানান পাইলট। তিনি এ-ও স্পষ্ট করে বলেন, 'আমি ক্রীড়াজগতের মানুষ। রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই; এসব গুজব ভিত্তিহীন।'

তবে সরাসরি দলটির রাজনীতি না জড়ালেও জামায়াতের বেশ কয়েকজন নেতার সঙ্গে প্রায়ই পাইলটকে দেখা যাচ্ছে। আর সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়েছিল, ২৮ নভেম্বর এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে পাইলটের দলটিতে যোগ দেওয়ার ঘোষণা আসতে পারে। যদিও শেষমেশ তেমন কিছুই হয়নি।

শুক্রবার (২৮ নভেম্বর) বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলা পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় ‘জুলাই শহীদ স্মৃতি প্রীতি ফুটবল খেলা’। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইলট এবং ডাকসুর জিএস এস এম ফরহাদ। যেখানে পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের প্রশংসায় মেতেছিলেন পাইলট।

জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদের প্রশংসায় পাইলট বলেন, আজকে মূলত এখানে আসার মূল কারণটা আমি বলবো আমাদের মাসুদ (ভাই), তার সম্পর্কে ছোট্ট কথা না বললেই নয়। রাতে মাঝে মাঝে খেলার পরে যখন বাসায় আসি এবং ফেসবুকে-ইউটিউব ফলো করি, তো তার (মাসুদ ভাইয়ের) এমন কথা, এমন এমন বক্তব্যগুলো শুনি মনে হয়, ঠিক আমি যৌবনকালে চলে গিয়েছি, ঠিক ঐরকমই গা শিহরিত হয়। আমি দোয়া করি তার (মাসুদ ভাইয়ের) জন্য, মাসুদ (ভাই) যে সত্যের কথা বলেন, যে নিষ্ঠার কথা বলেন, আইনের কথা বলেন আমার কাছে মনে হয় খুব চমৎকার একজন ব্যক্তি।  আমি মনে করি, মাসুদ (ভাই) গোটা বাংলাদেশের, শুধু বাউফলের না।

পাইলট আরও বলেন, আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষ এখন তাকে ফলো করে, তার (মাসুদ ভাইয়ের) জন্য দোয়া করবেন। মাসুদ (ভাই) যেন দেশের জন্য, বাউফলের জন্য ভালো কিছু করতে পারেন। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে আমাকে দাওয়াত দেওয়ার জন্য সবাইকে বিশেষ করে উন্নয়ন ফোরাম কমিটির প্রত্যকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। 

বরিশাল অঞ্চলের মাঠের প্রসঙ্গ টেনে বিসিবির এই পরিচালক বলেন, গতকালকে আমি আসছিলাম এই বরিশালেই, আসলে খুব বেশি সুযোগ হয় নাই বৃহত্তর বরিশাল ঘুরে দেখার, গতকালকে বরিশালের অনেক জায়গা দেখেছি। পটুখালির আজকে জেলা মাঠে গেলাম, মাঠগুলো দেখলাম আসলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, তো আমি আশা করি,  আমাদের মাসুদ ভাইদের মত মানুষ, যারা যদি সামনে আসেন। ইনশাল্লাহ সকলে মিলে আমরা চাইব যে খেলাধুলার মাঠগুলোর উন্নয়ন করার। যুব সমাজকে মাদক থেকে মুক্ত করে যেন খেলার মাঠে নিয়ে আসতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা ভালো পরিবেশ তৈরি করতে দিতে পারি, দেশের জন্য সুন্দর একটা ভালো কিছু করতে পারি। ভালো থাকবেন।


সর্বশেষ সংবাদ