ফের পিছিয়ে গেল বিপিএলের নিলাম

১২ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ PM
বিপিএল ট্রফি

বিপিএল ট্রফি © সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। জানা গিয়েছিল, ১৯ ডিসেম্বর শুরু হতে পারে এবারের আসর, আর ফাইনাল হতে পারে ১৬ জানুয়ারি। মূলত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সম্ভাব্য সময়সূচির বিষয়ে জানিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল।

এদিকে আগামী ১৭ নভেম্বর যে নিলামটি হওয়ার কথা ছিল, সেটি পিছিয়ে ২১ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এবার জানা গেল, ফের পিছিয়ে যাচ্ছে ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসরটির নিলাম। আগামী ২৩ নভেম্বর বিপিএল নিলাম আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অবশ্য এবার ড্রাফট নয়, বরং নিলাম পদ্ধতিতেই খেলোয়াড় বাছাই হবে। দীর্ঘ বিরতির পর বিপিএলে আবারও ফিরছে এই পদ্ধতি। এ কারণে বিদেশি অভিজ্ঞ কর্মীদের যুক্ত করার উদ্যোগ বিসিবির। রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে দেশি-বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে লড়াইয়ে নামবে বিপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। যদিও এখন পর্যন্ত এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিপিএলের আয়োজকরা।

এদিকে নিলাম পেছানোর কারণে বিপিএলও সপ্তাহখানেক পিছিয়ে যেতে পারে। বিশ্বস্ত সূত্র এমনটাই জানাচ্ছে।

অন্যদিকে অর্থনৈতিক স্বচ্ছতা এবং অন্যান্য বিষয় আমলে নিয়ে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর রাইডার্সের মালিকানা থাকছে টগি স্পোর্টসের হাতে, ঢাকার মালিকানা চ্যাম্পিয়ন স্পোর্টসের (রিমার্ক-হারল্যান)। নতুন তিনটি প্রতিষ্ঠান চট্টগ্রাম ও রাজশাহীসহ অন্য ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পেয়েছে। কেবল চট্টগ্রামের মালিকানা এসকিউ স্পোর্টসের শর্ত পূরণ ব্যর্থতার কারণে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে গেছে।

আর বিসিবির পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে মালিকানা বদলে গেলেও কোনো ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন করা যাবে না। মূলত মালিকপক্ষের সঙ্গে আলোচনায় নতুন ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম চূড়ান্ত করেছে গভর্নিং কাউন্সিল।

গোপন আস্তানা ও চরমপন্থার তথ্য দিলে অর্থ পুরস্কার: আইজিপি বা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
সংকট সমাধানে ৫ দফা দাবি বাংলাদেশ মাইনোরিটি ল’ইয়ার্স ইউনিটির
  • ১৮ জানুয়ারি ২০২৬
এরদোয়ান ও সিসিকে গাজার 'শান্তি বোর্ডে' আমন্ত্রণ ট্রাম্পের
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাফুফেকে বিশ্বকাপের ৩৩০ টিকিট দিল ফিফা, কিনবেন যেভাবে
  • ১৮ জানুয়ারি ২০২৬
বাংলা চ্যানেল পাড়ি দিয়ে প্রথম হলেন ঢাবি শিক্ষার্থী রাসেল
  • ১৮ জানুয়ারি ২০২৬
মাহফুজ আলমের ভাইকে রামগঞ্জে এনসিপির প্রার্থী করায় জামায়াত ক…
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9