বিপিএল নিয়ে মুখোমুখি অবস্থানে বিসিবি-ক্রীড়া উপদেষ্টা

বিপিএল নিয়ে মুখোমুখি বিসিবি-ক্রীড়া উপদেষ্টা
বিপিএল নিয়ে মুখোমুখি বিসিবি-ক্রীড়া উপদেষ্টা  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এখন বিপরীত অবস্থানে। ক্রীড়া মন্ত্রণালয়ের মত, ফিক্সিংয়ের সন্দেহভাজন ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ দেওয়া উচিত নয়। তবে বিসিবির অবস্থান ভিন্ন—তাদের মতে, আনুষ্ঠানিকভাবে দোষ প্রমাণের আগে কাউকে নিষিদ্ধ করা ন্যায্য হবে না।

এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত ক্রিকেটাররা আমাদের কাছে নির্দোষ। অ্যান্টি করাপশনের ওয়েবসাইটে যান, ওরা যেভাবে প্রসিডার ফলো করছে, আমরাও সেম প্রসিডার ফলো করে এটার নীতিগত সিদ্ধান্তে তখন আসব।  

অন্যদিকে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ও প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে বিপিএলের আগেই। আমরা চাই এই বিপিএলটা হোক সম্পূর্ণ স্বচ্ছ।’

উল্লেখ্য, আগামী ১৯ ডিসেম্বর শুরু হবে বিপিএলের ১২তম আসর। এতে অংশ নেবে পাঁচ ফ্র্যাঞ্চাইজি— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। আসন্ন আসরকে সামনে রেখে আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। বিপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী বছরের  ১৬ জানুয়ারি।


সর্বশেষ সংবাদ