সিলেটে আমির, থাকছে আরও চমক

কুশল, আমির, মঈন
কুশল, আমির, মঈন  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন মৌসুমে সিলেট টাইটান্স দলে যোগ দিচ্ছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমির। তার সঙ্গে শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসও যোগ দেবেন; এবারই প্রথমবারের মতো বিপিএলে খেলতে আসছেন তিনি।

আসরের মাঝপথে সিলেট টাইটান্সের জার্সি গায়ে মাঠে নামবেন ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী। তার সঙ্গে যোগ দেবেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাইও, অবশ্য আগের তিনটি বিপিএল মৌসুমেও খেলেছেন। এবার হবে তার চতুর্থ আসর।

আরও পড়ুন : আকস্মিক অসুস্থতায় সিসিইউতে ফারুক আহমেদ

মঈন, আমির ও ওমরজাই সবাই বিপিএলে পরিচিত মুখ হলেও, মেন্ডিসের জন্য এটি হবে অভিষেক মৌসুম।

এদিকে গত আসরে খুলনা টাইগার্সের হয়ে খেলা মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে এবার সিলেট টাইটান্সে দেখা যাবে। ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে এই দুই বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়ায় ফ্র্যাঞ্চাইজিটি।


সর্বশেষ সংবাদ