আন্তর্জাতিক ম্যাচে বাবা-ছেলের জুটি দেখল ক্রিকেট বিশ্ব

০৮ নভেম্বর ২০২৫, ০৬:৪৪ PM
সুহাইল সাত্তার (বামে) এবং তার ছেলে ইয়াহিয়া

সুহাইল সাত্তার (বামে) এবং তার ছেলে ইয়াহিয়া © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এক ইতিহাসের সাক্ষী হয়েছেন ক্রিকেটপ্রেমীরা। একসঙ্গে ম্যাচ খেলে ইতিহাস গড়েছেন তিমুর–লেস্তের সুহাইল সাত্তার (৫০) ও তার ছেলে ইয়াহইয়া সুহাইল (১৭)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বালিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়ার বিপক্ষে দেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচে এই নজির গড়েন তারা। এমনকি একই ইনিংসে ব্যাটও করেছেন এই জুটি।

চলতি বছরই আইসিসির সহযোগী সদস্যপদ পেয়েছে  দক্ষিণ–পূর্ব এশিয়ার ছোট এ দেশটি। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। তিনে নেমে বাবা সোহাইল সাত্তার ১৫ বলে এক ছক্কায় ১৪ রান করেন। পাঁচে নেমে ছেলে ইয়াহইয়া ৬ বলে ১ রান করে আউট হয়ে যান।  ঐতিহাসিক ম্যাচে বাবা-ছেলে একসঙ্গে নয় বল খেলে যোগ করতে পেরেছিলেন মাত্র ২ রান।

এর আগে সুইজারল্যান্ড নারী দলে একই সঙ্গে খেলেছেন মা মেটি ফের্নান্দেজ ও মেয়ে নায়না মেটি সাজু। এ বছর তারা ছয়টি টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন একসঙ্গে।

অবশ্য ঘরোয়া ক্রিকেটে এমন নজির আগেও দেখেছে ক্রিকেট বিশ্ব। চলতি বছর নিজ দেশের একটি ক্রিকেট লিগের ফাইনালে মুখোমুখি হন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী ও তার ছেলে হাসান ইসাখিল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা শিবনারাইন চন্দরপল ও তার ছেলে তেজনারাইন চন্দরপল গায়ানার হয়ে একসঙ্গে ১১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২০১৪ সালের মার্চে প্রভিডেন্স স্টেডিয়ামে উইন্ডওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাবার অধিনায়কত্বে খেলেছিলেন তেজনারাইন।

গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত
  • ১৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক
  • ১৭ জানুয়ারি ২০২৬
রংধনু হাত পাখা নিয়ে ক্যাম্পেইন, আপত্তি ড. সরোয়ারের
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভর্তি পরীক্ষায় তৃতীয় হওয়া দিব্য চবিতেও কি নকল করেছিলেন?
  • ১৭ জানুয়ারি ২০২৬
টেকনাফে ‘বাংলা চ্যানেল’ পাড়ি দিলেন ৩৫ সাঁতারু
  • ১৭ জানুয়ারি ২০২৬
জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় পুঁজি রংপুরের
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9