ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১০

০২ জানুয়ারি ২০২৬, ০১:৪৭ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২৬, ০১:৪৯ PM
ত্রিমুখী সংঘর্ষ

ত্রিমুখী সংঘর্ষ © সংগৃহীত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, পিকআপ ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি উদ্ধার করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, সকালে খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বন্দরখোলা এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যায়। এতে বাসটি সামনে থাকা ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

আরও পড়ুন: আপনার এনআইডি দিয়ে কয়টি মোবাইল নিবন্ধিত, জানবেন যেভাবে

একই সময়ে পেছন থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এই ত্রিমুখী সংঘর্ষে বাসযাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, মূলত ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। এতে কয়েকজন যাত্রী সামান্য আহত হলেও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে বাস, কাভার্ড ভ্যান ও পিকআপটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শাবিপ্রবিতে বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড কাল
  • ০২ জানুয়ারি ২০২৬
‘চান্স প্লাস পড়ে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম, জানতাম না বইটির …
  • ০২ জানুয়ারি ২০২৬
বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তবে তৃণমূলের মতামত…
  • ০২ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল গ্রুপের ঐতিহাসিক ঘোষণা: নিট মুনাফার এক-তৃতীয়াংশ জ…
  • ০২ জানুয়ারি ২০২৬
সমন্বিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চাকরি, পদ ২৬০, চলছে আবে…
  • ০২ জানুয়ারি ২০২৬
৫৫ জনের নামসহ অজ্ঞাত ৬০০ জনের নামে মামলা
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!