সিমেন্টবোঝাই ট্রাকের সামনে স্কেল ভেঙে নিয়ন্ত্রণ হারায় © টিডিসি
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। ট্রাক ও নছিমনের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি ট্রাকের নিচে চাপা পড়েন। এ দুর্ঘটনায় নছিমনের আরও সাত যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. আলমাস। তার বাড়ি গোয়ালন্দ উপজেলার মমিনহাট এলাকায়।
দুর্ঘটনাকবলিত নছিমনচালক মো. মুকুল হোসেন বলেন, ‘আমরা নাটর জেলার লালপুর থেকে গোয়ালন্দ যাচ্ছিলাম। দুর্গাপুর বাসস্ট্যান্ড থেকে কিছু দূর সামনে পৌঁছালে রাজবাড়ী দিক থেকে আশা সিমেন্টবোঝাই ট্রাকের সামনে স্কেল ভেঙে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ট্রাকটি সড়কের বিপরীত পাশে চলে এলে আমি নছিমন খাদে নামিয়ে দেই। নছিমনের পেছনে থাকা আলমাস ছিটকে পড়ে। তখন সে ট্রাকের সামনের চাকার নিচে পড়ে যায়। সে এখন চাকা নিচে আছে। নছিমনে থাকা বাকি ৭ জনকে স্থানীয়দের সহযোগিতায় রাজবাড়ী হসপিটালে পাঠানো হয়েছে।
কালুখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জিল্লুর রহমান বলেন, ‘খবর পাওয়া মাত্রই আমরা ঘটনা স্থলে পৌঁছায়। আমাদের উদ্ধার সরঞ্জাম না থাকায় পুলিশের ক্রেন ব্যবহার করি। তবে ট্রাকটি সিমেন্টবোঝাই হওয়ায় উদ্ধারে সময় লাগছে। ট্রাকের নিচে একজনের মৃত দেহ দেখা যাচ্ছে। নছিমনচালকের তথ্য মতে নছিমনে থাকা আলমাস নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে ট্রাকের নিচে থাকা ব্যক্তি আলমাস হবে।’
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ধারণা করা হচ্ছে ট্রাকের নিচে চাপা পড়া আলমাস নামে যুবক মারা গেছে। তবে বাকি ৭ জন হসপিটালের চিকিৎসাধীন। ট্রাক ও নছিমন উদ্ধারে কাজ চলছে।