নেত্রকোনায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার দুজন
গ্রেপ্তার দুজন  © সংগৃহীত

নেত্রকোনার মদনে ২০০ ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারি যুবককে গ্রেপ্তার করেছে মদন থানা-পুলিশ। মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে তিনটায় দিলে উপজেলার পৌর সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চানগাওঁ শাহপুর গ্রামের রোজ আলীর ছেলে রবিউল (২৯) ও নেত্রকোনা সদর উপজেলার দুগিয়া গ্রামের করেজ আলীর ছেলে সুলতান নিয়া (৩০)।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) দেবাংশু কুমার দে জানান, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে পৌর সভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযোন চালিয়ে ২০০ ইয়াবা বড়িসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের নেত্রকোনা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ