১০ হাজার ইয়াবাসহ শিক্ষক আটক
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ২০ মে ২০২৫, ০৪:২১ PM
কক্সবাজারে উখিয়ায় দশ হাজার ইয়াবাসহ উখিয়ার বালুখালী থেকে আব্দুর রশিদ (২৫) নামে এক শিক্ষককে আটক করা হয়েছে। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার বালুখালী হিন্দু পাড়া সড়ক থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ মে) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন।
জানা গেছে, আব্দুর রশিদ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালী ১নং ওয়ার্ডের মৃত রমজান আলীর ছেলে। উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক এনজিও সংস্থার অধীনে পরিচালিত স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।
রশিদের স্ত্রী জিসান আক্তার বলেন, ‘আমার স্বামীকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি মাদক ব্যবসায় জড়িত নয়। তিনি একজন শিক্ষক। তার স্বল্প বেতনে কোনো রকমে সংসার চলে, জানি না সন্তান নিয়ে এখন কী করব।’
এ বিষয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, ‘সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা তাকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আটক দেখিয়েছি। আটককৃত আসামি থানাতেই আছে, তাকে উক্ত মামলায় আদালতে তোলা হবে।’
উল্লেখ্য, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে সত্য উদঘাটনের মাধ্যমে প্রশাসনের কাছে রশিদের মুক্তি দাবি করেছে এলাকাবাসী ও পরিবার।