এক লাখ ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার
- কক্সবাজার প্রতিনিধি
- প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৪:২৬ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০১:৩৪ AM
কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ মো. ইকরাম (২৯) নামে এক যুবদল নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে উপজেলার একটি চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২৮ মে) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মো. ইকরাম টেকনাফের হ্নীলা ইউনিয়নের রবিউল হোছেন ছেলে। তিনি ইউনিয়নের ৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টায় উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল চেকপোস্টের নিকট আসলে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সড়কে ব্যারিকেড দিয়ে সেটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু মোটরসাইকেল চালক থামার পরিবর্তে দ্রুতগতিতে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা পেছন থেকে বাঁশ দিয়ে আঘাত করলে তিনি সড়কে পড়ে যায়। পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে প্লাস্টিকে মোড়ানো এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরী বলেন, ‘হ্নীলা ইউনিয়নের যুবদল কমিটি দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। আকরাম ওই স্থগিত কমিটির আওতাধীন উত্তর শাখার ৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ছিলেন। যেহেতু ঘটনাটির সঙ্গে যুবদলের নাম জড়িয়েছে, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে, যাতে ভবিষ্যতে সে আর কখনো যুবদলের সঙ্গে সম্পৃক্ত হতে না পারে।’