জিয়াউর রহমানের শুরু করা খাল আজ ব্যর্থ এক প্রতিশ্রুতি
একটি খাল কখনও শুধুই পানি বয়ে নেয় না—কখনও তা বহন করে ইতিহাস, কখনও নেতৃত্বের দর্শন, আবার কখনও একটি জাতির আত্মনির্ভরতার স্বপ্ন। যশোর জেলার শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে অবস্থিত এমনই এক খাল আজ অচল, অবহেলিত। অথচ এই খালটির জন্ম হয়েছিল এক সময়ের রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানের সরাসরি নির্দেশনায়, যার লক্ষ্য ছিল—দেশের খাদ্য নিরাপত্তায় দীর্ঘস্থায়ী অবদান রাখা।
- mukto-column
- ৩১ মে ২০২৫ ২৩:৫২