আরও এক চমক নিয়ে হাজির সিলেট টাইটান্স
- ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। ঘরোয়া এ টুর্নামেন্ট সামনে রেখে প্রস্তুতি আরও জোরদার করেছে দলগুলো। এরই মধ্যে আসর শুরুর ঠিক একদিন আগে আফগানিস্তানের তারকা ব্যাটার হজরতউল্লাহ জাজাইকে দলে ভেড়াল সিলেট টাইটান্স।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জাজাইকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ফেসবুক পোস্টে তারা লিখেছে, ‘আফগানিস্তানের বিস্ফোরক ব্যাটার হজরতউল্লাহ জাজাই সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন। টাইটান্স আর্মিতে স্বাগতম! ইবার কিন্তু ওইযিবো...’
সিপিএল, পিএসএল, বিপিএল, আইএলটি-২০সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলেছেন আফগানিস্তানের এ বাঁ-হাতি ব্যাটার। এর আগে বিপিএলে দুই মৌসুমে ১০ ম্যাচে ১৩২ দশমিক ৩৩ স্ট্রাইক রেটে ২২১ রান করেছেন জাজাই। সবমিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১৪২ ম্যাচে ১৪০ দশমিক ৪১ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩ হাজার ৪৬৪ রান।
এবারের বিপিএলে সিলেট টাইটান্সের জার্সিতে পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজকে দেখা যাবে। বিদেশি ক্রিকেটারদের তালিকায় মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ আমির আছেন।
একনজরে সিলেট টাইটান্সের স্কোয়াড: পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন (২২ লাখ), এবাদত হোসেন (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২২ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক(২২ লাখ), অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার), ইথান ব্রুকস, হজরতউল্লাহ জাজাই, মঈন আলী, আজমতউল্লাহ ওমরজাই, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির ও সাইম আইয়ুব।