বিপিএলকে ১০ এর মধ্যে যত নম্বর দিলেন পাকিস্তানের তারকা খুশদিল
- ক্রীড়া প্রতিবেদক
- প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়মিত মুখ খুশদিল শাহ। পাকিস্তানি এই অলরাউন্ডারের জন্য ঘরোয়া এই টুর্নামেন্ট সৌভাগ্যের প্রতীক। তার থেকে বরাবরই দুর্দান্ত সার্ভিস পায় বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। আর তিনিও বিপিএলে ভালো খেলে জাতীয় দলে সুযোগের পথ মসৃণ করে নেন।
এদিকে বিপিএলে খেলতে বর্তমানে ঢাকায় আছেন তারকা এই অলরাউন্ডার। সেখানেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। রংপুরের হোম ভেন্যুতে মুখোমুখি হয়ে খুশদিল বলেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া পারফর্ম করতে পেরেছি। যখনই খেলি পারফর্ম করি। বিপিএল আমার জন্য অবশ্যই সৌভাগ্যের। গত বিপিএলে ভালো খেলায় জাতীয় দলে কামব্যাক করতে পেরেছিলাম। আমার বিশ্বাস এ বছরও ভালো খেলব এবং দলকে জেতাব।’
রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজির ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘রংপুর রাইডার্সের ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো, আল্লাহর কাছে শুকরিয়া। খেলোয়াড়দের ওপর নির্ভর করছে কে কতটা শিখতে চায়। বাংলাদেশের যে তরুণ ক্রিকেটারদের দেখছি, ৫-৬ বছর পর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল।’
বিপিএলকে ১০ নম্বরের মধ্যে মূল্যায়ন প্রসঙ্গে খুশদিল বলেন, ‘বিপিএলকে ১০ এর মধ্যে ৭ নম্বর দেব।’