ক্রিকেটারদের বিপিএল আনন্দ দ্বিগুণ করল রংপুর রাইডার্স

রংপুর রাইডার্স
রংপুর রাইডার্স  © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১২তম আসরের বল মাঠে গড়াতে এখনো প্রায় দুদিন বাকি। তবে এর আগেই পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করল রংপুর রাইডার্স। টুর্নামেন্ট শুরুর আগেই ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ পরিশোধ করেছেন তারা। গ্লোবাল সুপার লিগের সাবেক চ্যাম্পিয়নদের নির্ধারিত সময়ের আগেই অর্থ পরিশোধ করে ইতিবাচক বার্তাও দিচ্ছে দেশের ক্রীড়াঙ্গনে।

এদিকে রংপুরের পাশাপাশি রাজশাহী ওয়ারিয়র্সও পেশাদার আচরণ দেখিয়েছে। বিপিএলে প্রথমবার অংশ নিয়েই খেলোয়াড়দের ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করেছে তারা। একই পথে হেঁটেছে ঢাকা ক্যাপিটালসও; নিলাম থেকে কেনা দেশি ও বিদেশি ক্রিকেটারদের ২৫ শতাংশ পারিশ্রমিক ইতোমধ্যেই বুঝিয়ে দিয়েছে তারাও।

চলতি বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক পরিশোধের জন্য সর্বোচ্চ তিন ধাপের নিয়ম করা হয়েছে। নিয়ম অনুযায়ী, চুক্তির সময় বা টুর্নামেন্ট শুরুর আগে ২৫ শতাংশ, গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে আরও ৫০ শতাংশ এবং টুর্নামেন্ট শেষ হওয়ার এক মাসের মধ্যে বাকি অর্থ পরিশোধ করতে হবে।

তবে এখনও কোনো অর্থই পাননি চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। দলটির সূত্র বলছে, আজ-কালের মধ্যেই প্রথম ধাপের টাকা পেয়ে যাবেন। যদিও এবারের বিপিএলে বিতর্কের কেন্দ্রে থাকা দলটি শেষমেষ কখন কী করে, তা বুঝে ওঠাও দায়!

হোম ভেন্যুতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে সিলেট। তবে মাঠের বাইরে তাদের জন্য অপেক্ষায় অনিশ্চয়তা। টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময় এসেও পারিশ্রমিকের প্রথম ধাপের টাকা হাতে পাননি দলটির খেলোয়াড়রা। হোম গ্রাউন্ডে সমর্থকদের সামনে নামার আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়েও। একই হাল নবাগত নোয়াখালী এক্সপ্রেসেরও। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!