কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও এইমস হসপিটালের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৯:৩৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের জন্য সাশ্রয়ী ও অগ্রাধিকারভিত্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও এইমস হসপিটাল লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, গবেষণা সহযোগিতা এবং স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা প্রদান করা হবে।
এই চুক্তি অনুযায়ী ডায়াগনস্টিক ও চিকিৎসায় সর্বোচ্চ ৩৫% ছাড়, অগ্রাধিকারভিত্তিক চিকিৎসাসেবা, শিক্ষার্থীদের জন্য এইমস হসপিটাল লিমিটেডে ইন্টার্নশিপ ও গবেষণার সুযোগ, নৈতিক অনুমোদনসাপেক্ষে স্বাস্থ্য ডেটা ব্যবহারের অধিকার।
এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি ব্লাড ড্রপ ক্যাম্পেইন এন্ড ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস সেমিনারের অংশ হিসেবে আয়োজিত হয়, যেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, স্বাস্থ্য স্ক্রিনিং এবং রক্তদান সচেতনতা কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশগ্রহণকারীর মধ্যে ছিলেন এইমস হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আনোয়ারুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের কনসালট্যান্ট ডা. আলী আকবর খান রাকিব।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. জাহিরুল হক বলেন, এই সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করবে এবং গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে।
এইমস হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের সমন্বয়ের মাধ্যমে আমরা একটি সুস্থ প্রজন্ম গঠনে কাজ করব।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত রক্তদান কর্মসূচির সচেতনতার উপর উল্লেখ করে বলেন, রক্তদান কর্মসূচি একটি মহতী উদ্যোগ। এ ধরনের উদ্যোগের সাথে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সর্বদা পাশে থাকবে।