তারেক রহমানের ফ্লাইট কোথায়, অনলাইনে যেভাবে দেখবেন

২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৯ PM , আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪২ PM
তারেক রহমান

তারেক রহমান © টিডিসি সম্পাদিত

দীর্ঘ প্রায় ১৮ বছর পর আজ বুধবার (২৪ ডিসেম্বর) প্রিয় মাতৃভূমির উদ্দেশে লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) তিনি হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। 

তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এ ছাড়া তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, ব্যারিস্টার মাহবুবুর রহমান, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজনেরও টিকিট বুকিং করা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ সূত্র মতে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ (Boeing 787-9 Dreamliner) চড়ে তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরছেন।

তারেক রহমানের এই ফ্লাইটটি অবস্থান জানার জন্য বিশ্বের জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24-এ সার্চ অপশনে ‘BG202’ অথবা ‘Biman 202’ লিখলে মানচিত্রে ফ্লাইটটির বর্তমান অবস্থান, গতি ও উচ্চতা সরাসরি দেখা যাবে। পুরো এই প্রক্রিয়া শুরু হবে ফ্লাইট শুরু হওয়ার পর অর্থাৎ বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা থেকে।

এছাড়াও FlightAware ও FlightStats-এর মতো অন্যান্য ফ্লাইট ট্র্যাকিং পোর্টালেও ফ্লাইটটির সর্বশেষ স্ট্যাটাস এবং সম্ভাব্য অবতরণের সময় নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। এভিয়েশন ডাটাবেজ ও রাডার সিগন্যালের মাধ্যমে এসব ওয়েবসাইট বিশ্বের যেকোনো স্থান থেকে ফ্লাইটের লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা দিয়ে থাকে।

জানা গেছে, ঢাকায় নেমেই তিনি রাজধানীর তিনশ ফিট এলাকায় তার সম্মানে বিএনপি আয়োজিত এক গণসংবর্ধনায় যোগ দেবেন। অনুষ্ঠানটি হবে সংক্ষিপ্ত। সেখানে তিনি (তারেক রহমান) একক বক্তা। বিএনপির প্রত্যাশা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ছাড়াও সাধারণ জনতা এই সংবর্ধনায় অংশ নেবেন।

জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
একই স্কুলে প্রতি বছর ভর্তি ফি, ফেসবুকে সরব প্রতিবাদ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9