ওসমান হাদির চেতনাকে উজ্জীবিত রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল অঙ্কন

শহীদ শরিফ ওসমান হাদির দেশপ্রেম ও আগ্রাসনবিরোধী চেতনাকে স্মরণীয় করে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে দেয়াল অঙ্কন ও গ্রাফিতি
শহীদ শরিফ ওসমান হাদির দেশপ্রেম ও আগ্রাসনবিরোধী চেতনাকে স্মরণীয় করে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে দেয়াল অঙ্কন ও গ্রাফিতি  © টিডিসি

শহীদ শরিফ ওসমান হাদির দেশপ্রেম ও আগ্রাসনবিরোধী চেতনাকে স্মরণীয় করে রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে দেয়াল অঙ্কন ও গ্রাফিতি কার্যক্রম। স্থানীয় সংগঠন ও শিল্পীদের উদ্যোগে নগরের বিভিন্ন দেয়ালে তুলে ধরা হচ্ছে তার উক্তি, চিন্তাধারা ও আদর্শ।

স্থানীয় লোকজন বলছেন, শরিফ ওসমান হাদির দেশপ্রেম, আগ্রাসনবিরোধী অবস্থান ও চিন্তাধারার প্রতিফলন ঘটাতে বিভিন্ন উক্তি ও বক্তব্যের সারাংশ এতে তুলে ধরা হচ্ছে।

ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার পরিচালনা পর্ষদের সদস্য শেখ আরিফ বিল্লাহ আজিজি বলেন, ‘আমরা হাদি ভাইয়ের চেতনা ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার জন্য, ভারতীয় আগ্রাসনবিরোধী ওনার মহান প্রচেষ্টার ক্ষুদ্র ক্ষুদ্র চিহ্নগুলো ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন দেয়ালে লিখে দেওয়ার চিন্তাভাবনা করেছি। এগুলো অঙ্কন করার মাধ্যমে আমরা গ্রাফিতি কর্মসূচি পালন করতেছি, যেখানে শরিফ ওসমান হাদির বিভিন্ন কালজয়ী উক্তিগুলো থাকবে। তার বিভিন্ন বক্তব্যের সারাংশ থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা মনে করছি, এগুলোর মাধ্যমে আগামী প্রজন্ম সচেতন হতে পারবে। এবং শরীফ ওসমান হাদীর চেতনা লালন করতে পারবে।’

সাবের হোসাইন বলেন, ‘হাদি ভাইয়ের আগ্রাসনবিরোধী স্পিরিট ধারণ করা ও স্মৃতিগুলো ধরে রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়ার দেয়াল, আঙিনা ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়াট লিখা হচ্ছে যেন ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের মধ্যেও ওনার দেশপ্রেম ছড়িয়ে পড়ে।’

আর্ট শিল্পী নজরুল ইসলাম বলেন, ‘শরিফ ওসমান হাদি ভাইয়ের কথা ও বাণীগুলো আজীবন উজ্জীবিত ও অক্ষুন্ন রাখতে আমরা দেয়াল গ্রাফিতির মাধ্যমে আকার চেষ্টা করছি।’

পলী আক্তার নামের একজন বলেন, ‘পথচারী হিসেবে আমরা যখন এদিক দিয়ে যাব, তখন ওনার উক্তিগুলো দেখে আমাদের ভালো লাগার পাশাপাশি আমরা ওমার চেতনায় উজ্জীবিতও হতে পারব।’

এ নিয়ে স্থানীয়দের মধ্যে অনলাইন ও অফলাইনে ব্যাপক প্রশংসার উচ্ছাস দেখা যাচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!