জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই: শফিকুর রহমান

৩১ মে ২০২৫, ১১:৫২ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াত আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই।’ তিনি বলেন, ‘ইসলামের আলোকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম হলে মদিনার আদর্শ অনুসারে নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিক সমান নিরাপত্তা ও অধিকার পাবে।’

শনিবার (৩১ মে) নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত জেলা ও মহানগর কর্মপরিষদ সদস্যদের দু’দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সৈয়দপুরের আল-ফারুক একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘প্রত্যেক মানুষকে দ্বীনের ছায়াতলে নিয়ে আসাই আমাদের মূল আকাঙ্ক্ষা। এজন্য ইখলাস ও আন্তরিকতার সঙ্গে দ্বীনের কাজ করতে হবে এবং দায়িত্বশীলদের অর্পিত সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা জরুরি।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘প্রত্যেকে নিজেকে পাহারা দেবে, আর সংগঠন পাহারা দেবে সবাইকে। কুরআন-হাদীস অধ্যয়ন বাড়াতে হবে, পরিবারে সময় দেওয়া ও সম্পর্ক উন্নয়নের প্রতি মনোযোগী হতে হবে।’

তিনি সব ইসলামী দল ও শক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি ও সম্পর্ক সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আবদুর রশীদ, রংপুর-দিনাজপুর অঞ্চলের বর্তমান ও সাবেক জেলা আমিরবৃন্দ।

দুই দিনব্যাপী এই কর্মশিবিরে অংশগ্রহণকারী নেতারা সাংগঠনিক দক্ষতা ও নৈতিক মূল্যবোধ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটি ছিল আত্মিক ও আদর্শিক চেতনায় উজ্জীবিত একটি জমায়েত।

শিশির মনিরের চেয়ে স্ত্রীর বার্ষিক আয় প্রায় দ্বিগুণ
  • ০২ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় ৪ স্থানে সড়ক দুর্ঘটনা, হতাহত ২৭
  • ০২ জানুয়ারি ২০২৬
দেশে অনিবন্ধিত নতুন ফোন বিক্রি, এনইআইআর চালুর পর যে ভয়াবহ ত…
  • ০২ জানুয়ারি ২০২৬
৭টি জাতীয় নির্বাচনে মনোনয়ন বাতিল, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা…
  • ০২ জানুয়ারি ২০২৬
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ২০ হাজার টাকা জরিমানা জামায়াত প্র…
  • ০২ জানুয়ারি ২০২৬
স্লাটশেমিংয়ের শিকার এনসিপি নেত্রী মিতু, প্রকৃত তথ্য তুলে ধর…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!