বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর ওপর হামলার ঘটনায় ওসিকে বদলি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:৪৪ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ও সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলীকে তাৎক্ষণিকভাবে বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে তিনি নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে যোগদান করেছেন।
বিষয়টি নিশ্চিত করে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত থানায় ওসি হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. শামসুল আজম জানান, প্রশাসনিক কারণে নগরকান্দা থানার ওসি সফর আলীকে নগরকান্দা থানা থেকে ফরিদপুর পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। শনিবার ফরিদপুরের পুলিশ সুপার এ আদেশ দিয়েছেন।
আরও পড়ুন: সিলেটে বিএনপির শীর্ষ দুই নেতার বাগবিতণ্ডা, ভিডিও ভাইরাল
এর আগে শুক্রবার (৩০ মে) বিকেলে নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব বৈশাখী ইসলাম বর্ষা ও তার বাবা বাবু শেখের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে কয়েক ঘণ্টা বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সফর আলী ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরকান্দা থানার ওসি হিসেবে যোগদান করেন।