বদলির সফটওয়্যার তৈরির অগ্রগতি কতদূর?

শ্রেণিকক্ষে শিক্ষক
শ্রেণিকক্ষে শিক্ষক  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের চলতি বছরের নভেম্বর থেকে বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এজন্য একটি সফটওয়্যার তৈরির কাজ শুরুর কথা থাকলেও সেই কার্যক্রম এখনো শুরু হয়নি। আগামী জুন মাসের মধ্যে বদলির সফটওয়্যার তৈরি করতে হবে দায়িত্বপ্রাপ্তদের।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমআইএস) সেলের মাধ্যমে বদলির সফটওয়্যার তৈরির কথা থাকলেও বাইরের একজন ব্যক্তির মাধ্যমে সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান, ‘শুরুতে আমাদের মাধ্যমে বদলির সফটওয়্যার তৈরির কথা থাকলেও একক ব্যক্তির দ্বারা সফটওয়্যার বানানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা এ উদ্যোগ নিয়েছেন। এর ফলে বদলি কার্যক্রম একজন ব্যক্তির হাতে সীমাবদ্ধ হয়ে যাবে।’

বদলি সফটওয়্যার আগামী জুনের মধ্যে তৈরি করা সম্ভব হবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান, ‘মাউশি কার মাধ্যমে সফটওয়্যার তৈরি করছে বিষয়টি তার কাজের ওপর নির্ভর করবে। যেহেতু সময়সীমা বেধে দেওয়া আছে, সেহেতু আশা করা যায় নির্দিষ্ট সময়সীমার মধ্যেই বদলির সফটওয়্যার তৈরি হবে।’

এর আগে গত ২৯ এপ্রিল বদলির সফটওয়্যার তৈরির জন্য গঠিত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী জুনের মধ্যে সফটওয়্যার তৈরি এবং অক্টোবরের মধ্যে শিক্ষকদের বদলি কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা করা হয়। 

২০২৪ সালের ১১ আগস্ট এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা অনুযায়ী- শুধু মাউশির মহাপরিচালক (ডিজি) পারস্পরিক বদলির আবেদন নিষ্পত্তি করতে পারবেন। এ ছাড়া কেবলমাত্র এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বদলির সুযোগ পাবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়।

 


সর্বশেষ সংবাদ