দেশের মাটিতে প্রথম অনুশীলনে ফাহামিদুল, কী বললেন সতীর্থরা

৩১ মে ২০২৫, ০৯:৪৪ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
দেশের মাটিতে প্রথমবারের মতো অনুশীলন করেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম

দেশের মাটিতে প্রথমবারের মতো অনুশীলন করেন ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম © সংগৃহীত

প্রথমে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন হওয়ার কথা থাকলেও প্রবল বর্ষণের কারণে শেষ মুহূর্তে পরিবর্তন হয় ভেন্যু। জাতীয় স্টেডিয়ামে মাঠের ডিজাইনের কাজ চলমান। তাই কাদা মাঠ নষ্ট না করে বসুন্ধরার কিংসের অনুশীলন গ্রাউন্ডে হয় অনুশীলন। হামজা চৌধুরী-সোমিত সোমকে ছাড়া ২৪ ফুটবলারকে নিয়ে আজ শনিবার (৩১ মে) ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি শুরু করেন কোচ হাভিয়ের কাবরেরা।

সেখানে বাড়তি নজর ছিল ইতালিপ্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলাম। দেশের মাটিতে প্রথমবার অনুশীলন করলেন তিনি। এখন পর্যন্ত জাতীয় দলে অভিষেক হয়নি তার। তবে ভারতের বিপক্ষে প্রাথমিক দল থেকে তার বাদ পড়া নিয়ে সমর্থকদের মধ্যে তুমুল ক্ষোভ সৃষ্টি হয়। সেই ফাহামিদুল নিজেকে প্রমাণ করার জন্য পেয়েছেন আরেকটি সুযোগ। তাকে আগের চেয়ে বেশি পরিণত বলে মনে হচ্ছে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুনের, ‘ফাহামিদুল অবশ্যই মেধাবী খেলোয়াড়। ওই সময় সে সৌদি আরবে খুব কম সময় পেয়েছে। এখনকার ফাহামিদুল আমার এবং কাবরেরার কাছে মনে হচ্ছে, সে অনেকটা প্রস্তুত হয়ে এসেছে যে, সে ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে। দেখা যাক, সে কীভাবে নিজেকে মেলে ধরতে পারে।’

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা না দিয়ে ফুটবল খেলেছিলেন বুলবুল, এখন বিসিবি সভাপতি

ফাহামিদুলকে অবশ্য প্রবাসী বলতে নারাজ ডিফেন্ডার ইসা ফয়সাল, ‘ফাহামিদুলের সঙ্গে ভালো সময় কাটছে। সে আমাদের মতোই মিশুক। সে যে প্রবাসী সেটা আমি বলব না, সে বাংলাদেশি খেলোয়াড় সেটাই বড় কথা।’

সিঙ্গাপুর ম্যাচ ঘিরে অনেক আশা নিয়ে তাকিয়ে আছেন সমর্থকেরা। টিকিট ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। তাই গ্যালারিতে সমর্থনের কমতি থাকবে না। টিম মিটিংয়ে এসব নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন রহমত মিয়া। তিনি বলেন, ‘সমর্থকেরা আমাদের যে সমর্থন দিচ্ছেন, তাদের প্রত্যাশাও অনেক উঁচুতে, আমাদের একটা মিটিং হয়েছে। এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আগের মানুষের প্রত্যাশা আর এখনকার মানুষের চাওয়াটা এক জায়গায় নেই। মানুষ, আরও প্রত্যাশা করছে, বেশি চাচ্ছে। আমাদের সবাই আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ আরও ভালো কিছু করার, নিজের জায়গা থেকে যতটুকু মান উন্নত করা যায়, সেই চেষ্টা করবে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার জন্য সবাই উজ্জীবিত। হাসান বলেন,‘হাভিয়ের যেটা করে, দলে কার কি দায়িত্ব, আগে কে কী করেছে, কী করা যেত, এগুলোর সঙ্গে একটি অনুপ্রাণিত করার বার্তা দেয়। সবাইকে উজ্জীবিত করার জন্য। সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করার জন্য। সামনে আমরা সিঙ্গাপুরের বিপক্ষে জিততে চাই, সব মিলিয়ে ফুটবল নিয়ে যে আবহ চারদিকে তৈরি হয়েছে, সেটা সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

ঢাকা জাতীয় স্টেডিয়ামে বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পর ১০ জুন এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।

 

জামায়াত নেতা হত্যায় মামলা, প্রধান আসামি শেরপুর-৩ আসনের বিএন…
  • ৩১ জানুয়ারি ২০২৬
বাউফলে ভোট চাওয়া নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত-২
  • ৩১ জানুয়ারি ২০২৬
রুয়েটে প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতা টেক ফেস্ট অনুষ্ঠিত
  • ৩১ জানুয়ারি ২০২৬
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬