এইচএসসি পরীক্ষা না দিয়ে ফুটবল খেলেছিলেন বুলবুল, এখন বিসিবি সভাপতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩১ মে ২০২৫, ০৮:৩৯ PM , আপডেট: ০১ জুন ২০২৫, ১১:৫৩ AM
বাংলাদেশের ক্রিকেটে এক উজ্জ্বল নক্ষত্র আমিনুল ইসলাম বুলবুল। তার ক্রিকেট ক্যারিয়ার নিয়ে নতুন করে কিছু লেখার নেই। পুরোদস্ত ক্রিকেটার হওয়ার আগে তিনি যে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়েও খেলেছেন তা অনেকের কমবেশি জানা আছে। প্রথম যৌবনে ফুটবল ছিল তার ধ্যানজ্ঞান ও নেশা। একটা উদাহরণ দিলে তা অনেকের কাছে পরিষ্কার হবে। ফুটবলকে তিনি এতটাই ভালোবাসতেন যে, উচ্চ মাধ্যমিকে অর্থনীতি বিষয়ের পরীক্ষা না দিয়েই হল থেকে বের হয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে (ঢাকা স্টেডিয়াম) ছুটে গিয়েছিলেন ফুটবল ম্যাচ খেলতে। যে কারণে, তাকে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে এইচএসসি পাস করতে হয়েছিল।
প্রথম যৌবনে ফটবলপাগল বুলবুল পরে হয়ে ওঠেন বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। এখন তিনি বাংলাদেশের ক্রিকেটেরই ‘বস’, সদ্যই হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। শুক্রবার (৩০ মে) তিনি বিসিবির পরিচালক ও সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
খেলাধুলার প্রতি তার টান এমনই যে ক্যারিয়ারের শুরুতে ফুটবল খেলার টানে এইচএসসি পরীক্ষায় অংশ না নেওয়ার রেকর্ডও আছে বুলবুলের। বছর ৫ আগে প্রথমবারের মতো তিনি পরীক্ষা না দিয়ে ফুটবল ম্যাচ খেলার কথা প্রকাশ করেছিলেন। তিনি ৫ বছর আগেই বিএসপিএ অফিসে এসে বলেছিলেন, ‘১৯৮৬ সালে ইস্ট অ্যান্ড ক্লাবের অগ্নিপরীক্ষা। রেলিগেশন লড়াইয়ে মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ ছিল। নটরডেম কলেজে পরীক্ষার সময় বন্ধুরা এসে আমাকে নিয়ে গেলো ম্যাচ খেলার জন্য। তখন পাড়ার ক্লাব ইস্ট অ্যান্ডের বিপক্ষে ঢাকা স্টেডিয়ামে এসে খেলেছি। কিন্তু দলকে রক্ষা করতে পারিনি। তখন আমরা বেশ কেঁদেছিলাম। আমার পরিবার পরবর্তিতে জেনেছিল আমি পরীক্ষায় ফেল করেছি। আসলে আমি সেইসময় অর্থনীতি পরীক্ষাই দেইনি। পরের বছর পাস করি।’
এইচএসসির ফাইনাল পরীক্ষা না দেয়া জীবনের বড় এক ঘটনা। এতদিন তা চেপে রেখেছিলেন কেন? জবাবে বুলবুলের বলেছিলেন, ‘আমার পরিবারের সবাই জানতো আমি এইচএসসি পাশ করতে পারিনি। একটি পরীক্ষা না দেয়ার কারণে যে এমন হয়েছে তা আর বলতে পারিনি। বললে সবাই রাগ করতেন, কষ্ট পেতেন। আসলে ফুটবলকে এতটাই ভালোবাসতাম যে, আমার কাছে পরীক্ষার চেয়ে দলের রেলিগেশন সেভটাই বড় মনে হয়েছিল। যদিও দল জেতাতে পারিনি, অ্যাকাডেমিক ক্যারিয়ারেও পিছিয়ে পড়ি এক বছর।’
ফুটবলে স্ট্রাইকার ছিলেন বুলবুল। পাইওনিয়ার লিগে গেন্ডারিয়া ফেমাসের হয়ে সর্বোচ্চ গোলদাতাও হয়েছিলেন। ঘরোয়া ফুটবল লিগের সিঁড়ি বেয়ে তিনি তখনকার সর্বোচ্চ আসর প্রিমিয়ারেও খেলেছেন; কিন্তু ফুটবলার হওয়ার স্বপ্নটা বুলবুলের নিভে যায় ১৯৮৭ সালে। ইস্টএন্ড ক্লাব প্রথম বিভাগে নেমে যাওয়ার পরের বছর বুলবুল নাম লিখিয়েছিলেন প্রিমিয়ারের দল ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে। মোাহমেডানের বিরুদ্ধে ম্যাচে বড় ধরণের ইনজুরিতে পড়েন বুলবুল। মোহামেডানের সফিকুল ইসলাম মানিকের সঙ্গে আঘাতে পায়ের লিগামেন্ট ছিড়ে গেলে দাঁড়ি পড়ে বুলবুলের ফুটবল ক্যারিয়ারে। পরে জড়িয়ে যান ক্রিকেটে। তার পরের ইতিহাস তো সবারই জানা।