নকল ওষুধে জীবনহানি! জেনে নিন চেনার উপায়

ওষুধ
ওষুধ  © সংগৃহীত

প্রতিদিনের জীবনে ওষুধ এখন অনেকের জন্য অতি প্রয়োজনীয় একটি অংশ। ছোট-বড় নানা অসুখ-বিসুখে আমরা নির্ভর করি ট্যাবলেট, সিরাপ বা ক্যাপসুলের ওপর। কিন্তু আপনি কি নিশ্চিত, যে ওষুধ আপনি খাচ্ছেন তা আসল? নকল ও ভেজাল ওষুধ শুধু রোগ সারায় না, বরং নতুন বিপদ ডেকে আনতে পারে শরীরে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতে, উন্নয়নশীল দেশগুলোর বাজারে প্রতি ৭টি ওষুধের মধ্যে ১টি নকল বা নিম্নমানের! তাই নিজের ও পরিবারের স্বাস্থ্যের স্বার্থে এখনই সময় সচেতন হওয়ার। খুব সহজ কিছু লক্ষণ দেখেই আপনি নিজেই চেনা সম্ভব নকল ওষুধ।

প্যাকেট বা মোড়কের গলদ খুঁজুন
সিরাপ বা বোতলজাত ওষুধের মোড়কে রঙ, বানান বা ছাপায় সামান্য গলদ থাকলেও সতর্ক হোন। বোতলের সিল যদি অস্বাভাবিক হয়, তাহলে ওষুধটি ফেরত দিন।

ওষুধের রঙ বা গঠনে অস্বাভাবিকতা আছে কি
ট্যাবলেট, ক্যাপসুল কিংবা গুঁড়ো ওষুধের ক্ষেত্রে রং বদল, গুঁড়োর পরিমাণে অসামঞ্জস্য, বা ফাটল ধরা থাকলে তা হতে পারে নকল ও নিম্নমানের ওষুধের ইঙ্গিত।

আরও পড়ুন: শুধু স্ক্রিনটাইম নয়, এসব অভ্যাসেও করছেন চোখের ক্ষতি

আগের ওষুধের সঙ্গে তুলনা করুন
আগে যদি একই ওষুধ ব্যবহার করে থাকেন, তাহলে নতুন প্যাকেটের সঙ্গে আগেরটির মিল খুঁজে দেখুন—লোগো, ফন্ট, রঙ, বানান—সব কিছুই।

ওষুধের গায়ে কোড আছে কি
ওষুধের গায়ে থাকা ‘ইউনিক অথেনটিকেশন কোড’৯৯০১০৯৯০১০ নম্বরে এসএমএস করলে জানা যাবে ওষুধটি আসল কি না।

দামে সন্দেহ? সাবধান
যদি দেখেন ওষুধটির দাম খুব কম বা খুব বেশি, তাহলে সেটিও হতে পারে সন্দেহের কারণ। এমন কিছু হলে ওষুধ কিনবেন না।

প্যানাসিয়া ওয়েবসাইট যাচাই করুন
ওষুধটি www.panacea.live ওয়েবসাইটে গিয়ে যাচাই করা যায়। এটি সরকার অনুমোদিত একটি প্ল্যাটফর্ম।

নকল ওষুধের ঝুঁকি
রোগ না সারার ঝুঁকি: নকল ওষুধে কার্যকর উপাদান না থাকলে রোগ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া: ভুল উপাদান থাকলে অ্যালার্জি, চুলকানি, বমি, শ্বাসকষ্টসহ নানা প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
অ্যন্টিবায়োটিক প্রতিরোধ তৈরি: ভুল মাত্রার বা কার্যকরহীন অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে জীবাণু শক্তিশালী হয়ে ওঠে, পরবর্তীতে আর কোনো ওষুধে কাজ করে না।
জীবনহানির আশঙ্কা: ক্যানসার, হৃদরোগ, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীরা নকল ওষুধ খেলে তা হতে পারে সরাসরি মৃত্যুর কারণ।

আরও পড়ুন: হঠাৎ ফোনে সিগন্যাল হারিয়ে যাচ্ছে? জেনে নিন কারণ ও সমাধান

যা করবেন নকল ওষুধ খেলে
যদি কোনো ওষুধ খাওয়ার পর শরীরে অস্বস্তি, চুলকানি, অ্যালার্জি বা অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখা দেয়, একটুও দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। প্রয়োজনে ওষুধটি দেখান বা পরবর্তী তদন্তে সহায়তা করুন।


সর্বশেষ সংবাদ