জিআই স্বীকৃতি পেল মাগুরার হাজরাপুরী লিচু

মাগুরার হাজরাপুরী লিচু
মাগুরার হাজরাপুরী লিচু  © সংগৃহীত

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের মর্যাদা পেয়েছে মাগুরার প্রসিদ্ধ হাজরাপুরী লিচু। গত ৩০ এপ্রিল এ স্বীকৃতি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম।

২০২৩ সালের ২৩ আগস্ট জেলা প্রশাসনের পক্ষ থেকে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে (ডিপিডিটি) হাজরাপুরী লিচুকে অন্তর্ভুক্তির আবেদন জানানো হয়। পুরো প্রক্রিয়া সম্পন্নে সহযোগিতা করে ঢাকাভিত্তিক ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি)।

ইডিসির সদস্য এবং আলিয়া’স কালেকশনের স্বত্বাধিকারী জেনিস তানিয়া জানান, হাজরাপুরী লিচুর স্বাদ ও গন্ধ দেশের অন্যান্য লিচুর তুলনায় অনন্য। আগাম পরিপক্বতার কারণে এটি কৃষক ও ব্যবসায়ীদের জন্য আর্থিকভাবে লাভজনক। জিআই স্বীকৃতির ফলে এই লিচুর চাহিদা যেমন বাড়বে, তেমনি অনলাইন ব্যবসায়ীরাও সহজে সারা দেশে পৌঁছে দিতে পারবেন।

এই স্বীকৃতিতে আনন্দিত মাগুরার মানুষ। সমাজসেবক শাহ নেওয়াজ বলেন, “হাজরাপুরী লিচু এখন দেশের পরিচিত একটি নাম। এ অর্জন মাগুরাবাসীর জন্য গর্বের।”

লিচু চাষি শরিফুল ইসলাম বলেন, “আমাদের এলাকায় প্রায় সবার বাড়িতেই লিচু গাছ আছে। বহু বছর ধরে আমরা চাষ করলেও কোনো স্বীকৃতি ছিল না। এখন সরকারিভাবে স্বীকৃতি পেয়েছি, এটা আমাদের জন্য অনেক আনন্দের। ভবিষ্যতে যদি রপ্তানির সুযোগ আসে, তাহলে দেশের সুনাম ও অর্থনীতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রসঙ্গত, বাংলাদেশে এখন পর্যন্ত ৫৫টি পণ্য জিআই স্বীকৃতি পেয়েছে। এবারের তালিকায় নতুন ২৪টি পণ্য যুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে মাগুরার হাজরাপুরী লিচু। তবে চাষিরা চান, স্বীকৃতির গণ্ডি ছাড়িয়ে বিদেশে রপ্তানির উদ্যোগও নিক সরকার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence