ঢাবিতে ভর্তির আবেদন ২ লাখ ছাড়াল, বেশি কোন ইউনিটে?
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১১:২৪ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর পর ১২ দিন পার হয়েছে। এ সময়ে দুই লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। গত ২৯ অক্টোবর বেলা ১২টায় এ প্রক্রিয়া শুরু হয়। এ পর্যন্ত আসনপ্রতি আবেদন পড়েছে প্রায় ৩৪টি। বেশি আবেদন পড়েছে বিজ্ঞান ইউনিটে।
বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া শুরুর প্রথম ১২ দিনে ২ লাখ ৭ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এবার পাঁচ ইউনিটে ৬ হাজার ১২৫ আসনে ভর্তি নেওয়া হবে। এর আগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট ৩ লাখ ২৯ হাজার শিক্ষার্থী আবেদন করেন।
অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি থেকে জানা গেছে, আজ মঙ্গলবার (১১ নভেম্বর) পর্যন্ত এক ইউনিটে সর্বোচ্চ বিজ্ঞানে ৮৯ হাজারের বেশি আবেদন পড়েছে। আসনপ্রতি আবেদন ৪৮টি। ইউনিটটিতে মোট আসন আছে এক হাজার ৮৫১টি। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে ৭৯ হাজারের বেশি আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি আবেদন করেছেন প্রায় ২৭ জন।
আরও পড়ুন: বিইউপির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম
ব্যবসায় শিক্ষা ইউনিটের এক হাজার ৪০টি আসনের বিপরীতে এ পর্যন্ত আবেদন পড়েছে ২৬ হাজার ৪৯০টি। আসনপ্রতি আবেদন প্রায় ২৫টি। চারুকলায় ১৩০টি আসের জন্য ৪ হাজারের বেশি আবেদন জমা হয়েছে। এ পর্যন্ত আসনপ্রতি ৩১টির বেশি আবেদন পড়েছে।
আইবিএ ইউনিটে ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৭ হাজার। আসনপ্রতি আবেদন প্রায় ৫৮টির বেশি। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আবেদন প্রক্রিয়া ভালোভাবেই চলছে। সমস্যা হচ্ছে না। ছোট-খাটো যে সমস্যা পাওয়া যাচ্ছে, সেগুলো আবেদনকারীর ভুল।’