প্রধান নির্বাচন কমিশনার

জকসু নির্বাচনে ছবিযুক্ত ভোটার তালিকার চেষ্টা চলছে

১০ নভেম্বর ২০২৫, ১১:১৭ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ১১:১৮ PM
জকসু নির্বাচন

জকসু নির্বাচন © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ভোটার তালিকায় ছবি যুক্ত ভোটার তালিকার চেষ্টা চলছে বলে জানিয়েছেন জকসুর প্রধান নির্বাচন কমিশনার। আজ সোমবার (১০ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক ড.মোস্তফা হাসান।

তিনি বলেন, আমরা চাই জকসু নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হোক। ভোটারদের ও সুবিধার্থে ও স্বচ্ছতার জন্য ভোটার তালিকায় ছবি যুক্ত ভোটার তালিকার চেষ্টা চলছে। এ ছাড়া যাদের স্টুডেন্ট আইডি কার্ডের মেয়াদ শেষ কিন্তু ছাত্রত্ব আছে তাদের জন্য পৃথক আইডি কার্ড দেয়া হবে। শিক্ষার্থী ওই আইডি কার্ড ব্যবহার করে নির্বাচনি প্রচারণাসহ অন্যান্য কার্যক্রমে অংশ নিতে পারবে। নির্বাচন পর্যন্ত এই কার্ড ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। তফসিল অনুযায়ী অছাত্র বা বহিরাগতরা কেউ নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে পারবে না।  

এদিকে পরিবর্তিত হচ্ছে অ্যাকাডেমিক ক্যালেন্ডার, পিছিয়ে যাচ্ছে শীতকালীন ছুটি-

নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হচ্ছে। চলতি বছরের শীতকালীন ছুটি ডিসেম্বর মাসে না হয়ে জানুয়ারি মাসে দেওয়া হবে। এছাড়া যেসব বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নভেম্বর কিংবা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শেষ হবে, তাদের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

উপাচার্য বলেন, আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতেই অ্যাকাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের প্রধানদের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বরের শীতকালীন ছুটি পরিবর্তন করে জানুয়ারি মাসে স্থানান্তর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গেছে, ২২ ডিসেম্বরের জকসু নির্বাচনে শিক্ষার্থীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতেই প্রশাসন এ উদ্যোগ নিয়েছে। ভোটার উপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় জরুরি ভিত্তিতে আজকের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে জকসু নির্বাচন বিষয়ে শিক্ষার্থীদের উপর একটি জরিপ চালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। জরিপে উঠে আসে ৬৬ শতাংশ শিক্ষার্থী জকসুর তারিখ নিয়ে অসন্তোষ প্রকাশ করে। এবং বেশিরভাগ বিভাগের শিক্ষার্থী ২২ ডিসেম্বর ছুটিতে থাকার কথা জানায়। 

এর আগে গত গত ৫ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনে। তফসিলে বলা হয়- ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ বুধবার ১২ নভেম্বর , এছাড়া ১৩নভেম্বর থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ চলবে। এবং ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল করা যাবে। মনোনয়ন পত্র বাছাই করে ১৯ ও ২০ নভেম্বর সম্পন্ন করে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর রবিবার। পরবর্তীতে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। এছাড়া প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর বুধবার। এরপর মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যানকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর। এবং প্রার্থীদের প্রচারণা ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। সবশেষে ভোট গ্রহণ ও ফল ঘোষণা করা হবে ২২-২৩ ডিসেম্বর।

রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের জন্য সুখবর দিল …
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9