রাবির বিষয় পছন্দক্রম শেষ কাল, পূরণ না করলে প্রার্থিতা বাতিল

৩১ মে ২০২৫, ০৮:১০ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ০৫:১২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দ করার সময় শেষ হচ্ছে আগামীকাল শনিবার (৩১ মে)। এ প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২৬ মে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্ব স্ব ইউনিটের নোটিশ থেকে এ তথ্য জানা গেছে। 

ইউনিটগুলোর নোটিশ অনুযায়ী, এসব ইউনিটে উত্তীর্ণ প্রার্থীদের বিষয় পছন্দক্রম ফর্ম পূরণ হয় ২৬ মে থেকে, যা শেষ হবে আগামীকাল শনিবার (৩১ মে) রাত ১২টায়। এ তারিখের ভিতরেই অনলাইনে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। ফরম পূরণ না করলে সংশ্লিষ্ট ইউনিটে তার ভর্তির কোনো সুযোগ থাকবে না। 

বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা ওই ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরে কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।

‘এ’ ইউনিটে আগামী ২ জুন বিভাগসমূহের নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১৬ জুনথেকে শুরু হবে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের শঙ্কার মধ্যেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হচ্ছে শনিবার

‘বি’ ইউনিটে প্রথম নির্বাচন তালিকা ৪ জুন প্রকাশিত হবে। প্রথম নির্বাচন তালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ১৬ জুন ও ১৭ জুন অফিস সময়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ছাত্র-ছাত্রীদের এদিন সকাল ৯টায় রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে (২০৮ নম্বর কক্ষ) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান সম্পর্কে অবহিত হতে হবে। 

ভর্তি কার্যক্রম ১৬ জুন হতে ১৯ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর ভর্তির আর কোন সুযোগ থাকবে না। 

‘সি’ ইউনিটে ১ম নির্বাচন তালিকা ৪ জুন বিকেলে ও দ্বিতীয় নির্বাচন তালিকা ২১ জুন বিকেলে প্রকাশ করা হবে। প্রথম ভর্তির সম্ভাব্য তারিখ ১৬ থেকে ১৮ জুন। আর দ্বিতীয় ভর্তির সম্ভাব্য তারিখ ২৩ থেকে ২৪ জুন বলে জানানো হয়েছে।

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, তাপমাত্রা নামল ৯ ড…
  • ০২ জানুয়ারি ২০২৬
পায়ের গোড়ালি ব্যথার কারণ, চিকিৎসা ও প্রতিরোধে যা জানা জরুরি
  • ০২ জানুয়ারি ২০২৬
যুবদল কর্মীর কাছে চাঁদা চাইলেন বিএনপির কর্মী, খেলেন পিটুনি
  • ০২ জানুয়ারি ২০২৬
অশ্রুসিক্ত চোখে অবসরের ঘোষণা উসমান খাজার
  • ০২ জানুয়ারি ২০২৬
সৌদিতে বাংলাদেশি হজযাত্রীর সন্তান প্রসব: নিয়ম লঙ্ঘনের অভিযোগ
  • ০২ জানুয়ারি ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে শিক্ষার্থীরা, বাইরে অভিভাবকদের ভিড়
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!