দ্বিতীয় ওয়ানডেতে তাসকিনকে বিশ্রাম, ফিরতে পারেন রিশাদ

রিশাদ হোসেন
রিশাদ হোসেন  © ফাইল ফটো

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজে টিকে থাকার এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসতে পারে পরিবর্তন। ইনজুরি ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হতে পারে দলের সেরা পেসার তাসকিন আহমেদকে। আর প্রথম ম্যাচে না খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ফিরতে পারেন একাদশে।

দলসূত্রে জানা গেছে, সিরিজ শুরুর আগেই পরিকল্পনা ছিল—তাসকিন খেলবেন সিরিজের প্রথম ও শেষ ওয়ানডে। মেডিকেল বিভাগের পরামর্শ অনুযায়ী দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে।

তাসকিন দীর্ঘদিন ধরেই ভুগছেন গোড়ালির চোটে। তাঁর গোড়ালির হাড়ে অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে। বিদেশে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়েছেন তিনি। সেই চিকিৎসক তাসকিনকে অস্ত্রোপচার না করে ‘ইনজুরি ম্যানেজমেন্ট’ পদ্ধতিতে খেলার পরামর্শ দিয়েছেন।

এই ইনজুরির মাঝেও প্রথম ওয়ানডেতে তাসকিন বল হাতে ছিলেন দুর্দান্ত। ১০ ওভারে ৪৭ রান দিয়ে শিকার করেন দলের সর্বোচ্চ ৪ উইকেট।

অন্যদিকে, প্রথম ম্যাচের আগেই পেটের অসুস্থতায় ভোগেন লেগ স্পিনার রিশাদ হোসেন। যদিও ম্যাচের আগেই তিনি অনেকটা সেরে উঠেছিলেন, ওয়ার্ম আপের সময় নেওয়া হয় ফিটনেস টেস্ট। সেখানে উতরে গেলে তারই একাদশে থাকার কথা ছিল। শেষ পর্যন্ত ফিট না হওয়ায় প্রথম ম্যাচে অভিষেক হয় বাঁহাতি অফস্পিনার তানভীর ইসলামের।

তবে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ যদি দুই স্পিনার নিয়ে মাঠে নামে, তবে রিশাদের ফিটনেস ঠিক থাকলে তিনিই পেতে পারেন জায়গা। সে ক্ষেত্রে অভিষেক ম্যাচের পর তানভীরকে বসতে হতে পারে বেঞ্চে। এ ক্ষেত্রে তাসকিনের জায়গায় পেসার নাহিদ রানাও খেলতে পারেন।


সর্বশেষ সংবাদ