পিএসএল খেলতে দেশ ছাড়লেন রিশাদ-লিটন

১০ মে ২০২৫, ০৪:২৪ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৮:৪১ AM
লিটন দাস ও রিশাদ হোসেন

লিটন দাস ও রিশাদ হোসেন © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের সূচি আগেই ঘোষণা করা হয়েছিল। গত জানুয়ারিতে অনুষ্ঠেয় পিএসএল ড্রাফট থেকে দল পেয়েছিলেন বাংলাদেশের ৩ তারকা ক্রিকেটার নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। 

এই টুর্নামেন্টে ভিন্ন তিন ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়াবেন তারা। লিটন করাচি কিংসে, রিশাদ লাহোর কালান্দার্সে আর পেশোয়ার জালমির জার্সি গায়ে উঠবে নাহিদ রানার। আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। সেখানেই এই তিন তারকার দেখা মিলবে।

এই টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে ছাড়পত্র পেয়েছেন এই তিন ক্রিকেটার। এরপর সোমবার সন্ধ্যায় পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়েন লেগ স্পিনার রিশাদ। একদিন পর মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পিএসএল খেলতে ঢাকা ত্যাগ করেন লিটন।

ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লিটন ছবি শেয়ার করে বিষয়টি জানিয়েছেন। দেশ ছাড়ার আগে নিজ এবং দলের জন্য দোয়া এবং সাপোর্ট চেয়েছেন তিনি। অন্যদিকে দেশ ছাড়ার আগে নিজ দল লাহোরকে শিরোপা জেতানোর প্রত্যয় শুনিয়েছেন রিশাদ। 

এদিকে নাহিদ অবশ্য এখনই যাচ্ছেন না। সিলেট টেস্টের পরেই তাকে পাবে তার দল পেশোয়ার জালমি। তবে পুরো আসরের জন্য বিসিবির অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন রিশাদ এবং লিটন। ফলে, আসন্ন জিম্বাবুয়ে সিরিজে লিটনকে দেখা যাচ্ছে না।

ট্যাগ: পিএসএল
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ০৬ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার নির্দেশদাতা কে এই বাপ্পী
  • ০৬ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ, আবেদন শেষ ১০ জানুয়াারি
  • ০৬ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩০০ নেতাকর্…
  • ০৬ জানুয়ারি ২০২৬
২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ—২৩…
  • ০৬ জানুয়ারি ২০২৬
শিক্ষকতা কোনো সাধারণ চাকরি নয়, এটি একটি আজীবন দায়িত্ব: শিক্…
  • ০৬ জানুয়ারি ২০২৬