স্কলারশিপে পড়ুন সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতকে

২৫ মে ২০২৫, ১০:৫০ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
স্কলারশিপে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই

স্কলারশিপে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। আবেদনের শেষ সময় ১৪ জুন ২০২৫।

১৯৬৭ সালে সৌদি আরবের জেদ্দায় শেখ মুহাম্মাদ আবু বকর বাখাসাব পাশা ও লেখক হামযা বোগারির তত্ত্বাবধানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭৪ সালে বাদশাহ আব্দুল আজিজ এই বিশ্ববিদ্যালয়কে সরকারিকরণ করেন। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় অর্থনীতি ও প্রশাসন অনুষদের মাধ্যমে, এবং ধীরে ধীরে বিভিন্ন বিভাগের প্রতিষ্ঠা করা হয়।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে আরব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়টি প্রথম। ২৪টি অনুষদ রয়েছে, যার মধ্যে ১৫টি ক্যাম্পাসে অবস্থিত এবং ৯টি ক্যাম্পাসের বাইরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২ হাজার ফ্যাকাল্টি ও ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি;

*মাসিক উপবৃত্তি হিসেবে ৯০০ সৌদি আরবীয় রিয়াল দেবে;

*বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা;

*খাবারের ব্যবস্থা;

*বিনা মূল্যে স্বাস্থ্যসেবা;

*বই কেনার ভাতা দেবে;

*যাতায়াতের জন্য বিমান টিকিট;

আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা

অধ্যয়নের ক্ষেত্র—

কলা ও মানবিক অনুষদ, অর্থনীতি ও প্রশাসন অনুষদ, বিজ্ঞান অনুষদ, প্রকৌশল অনুষদ, সামুদ্রিক বিজ্ঞান অনুষদ, পরিবেশগত নকশা অনুষদ, কম্পিউটিং ও তথ্যপ্রযুক্তি অনুষদ। এসব অনুষদের অধীনে অন্তত ৫-৬টি করে বিভাগ রয়েছে।

আবেদনের যোগ্যতা—

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*এ ছাড়া শিক্ষার্থীদের ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র—

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*স্টেটমেন্ট অব পারপাস;

*অ্যাকাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*ইংরেজি ভাষাদক্ষতা পরীক্ষার সনদ;

*রেফারেন্স লেটার;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুন ২০২৫।

বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী বহিষ্কার, দলে ফিরল দুজন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়—প্রশ্ন রিজভ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘সাম্রাজ্যবাদী’ এজেন্ডা: ট্রাম্পের গাজা উন্নয়ন পরিকল্পনা আস…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে হামলার মামলায় কক্সবাজারে ইউপি চেয়ারম্যান গ্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এইচএসসির সময় মা’র মৃত্যু, জিপিএ-৫ না থেকেও মনিরের ঢাবিতে চা…
  • ২৪ জানুয়ারি ২০২৬