স্কলারশিপে উচ্চশিক্ষা নিন চীনে, প্রতিবছর স্নাতকোত্তরে দেবে ৬ এবং পিএইচডিতে ৮ লাখ টাকা

১২ মে ২০২৫, ০৯:৩৬ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৫৫ PM
চীনে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে খুঁটিনাটি জেনে আবেদন করুন এখনই

চীনে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে খুঁটিনাটি জেনে আবেদন করুন এখনই © সংগৃহীত

চীন প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মিশেলে গড়ে ওঠা অনন্য একটি দেশ। দেশটি শুধু পর্যটকদের জন্য নয়, বরং উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের কাছেও দারুণ জনপ্রিয়। সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিদেশি শিক্ষার্থীদের আগমন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা দেশটির বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, আধুনিক গবেষণা সুবিধা এবং সরকারি ও বেসরকারি স্কলারশিপ প্রোগ্রামের সহজলভ্যতার কারণে সম্ভব হয়েছে। 

বিদেশে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের চীন সরকারসহ বিশ্ববিদ্যালয়গুলো নানা ধরনের আকর্ষণীয় স্কলারশিপ প্রদান করে থাকে। চীনের মিনিস্ট্রি অব ফাইন্যান্সের অর্থায়নে তেমনই একটি স্কলারশিপ হচ্ছে মফকম স্কলারশিপ। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে। 

এই স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে চীনের ২৬টি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে ১ অথবা ২ বছর মেয়াদি স্নাতকোত্তর এবং ৩ বছর মেয়াদি পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীন সরকার। 

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ  টিউশন ফি প্রদান করবে;

*স্নাতকোত্তরের জন্য বছরে ৩৬ হাজার ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ লাখ ৪ হাজার ৩১ টাকা) ভাতা প্রদান করবে;

*পিএইচডিতে ৪৮ হাজার ইউয়ান (বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ ৬ হাজার ১৭৫ টাকা) ভাতা প্রদান করবে; 

*স্থানান্তর ভাতা হিসেবে এককালীন ৩ হাজার ইউয়ান প্রদান করবে; 

*বিনা মূল্যে ক্যাম্পাসে আবাসন সুবিধা প্রদান করবে;

*বই এবং ট্রেনিংসামগ্রীর ভাতা প্রদান করবে;

*গবেষণা সহায়তা প্রদান করবে; 

*মেডিকেল ইনস্যুরেন্স প্রদান করবে; 

*চীনে যাতায়াতের বিমান টিকিট প্রদান করবে (১ বছরের বেশি সময়ের কোর্স হলে, প্রতিবছর একবার ভ্রমণের জন্য যাতায়াতের বিমান টিকিট);

প্রসঙ্গত, প্রথম বছরের পর বাৎসরিক রিভিউ হয় এবং রিভিউ সন্তোষজনক হলে দ্বিতীয় বছরের জন্য স্কলারশিপ পান শিক্ষার্থীরা।

আরও পড়ুন: বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকে

আবেদনের যোগ্যতা—

সরকারি কর্মচারী, রিসার্চ ফেলো এবং ব্যবস্থাপনা খাতে ৩ বছর কাজ করা এবং ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করা অভিজ্ঞ প্রফেশনালরা আবেদন করতে পারবেন।

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*বয়স ৪৫ বছরের কম হতে হবে; 

*আইইএলটিএস স্কোর ৬ থাকতে হবে;

আরও পড়ুন: জাপান-ওয়ার্ল্ড ব্যাংক গ্র্যাজুয়েট স্কলারশিপে পড়ুন বিশ্বসেরা ১৯ বিশ্ববিদ্যালয়ে

প্রয়োজনীয় নথিপত্র—

 

*পাসপোর্ট সাইজের ছবি;

*পাসপোর্টের কপি;

*আবেদনকারীর জীবনবৃত্তান্ত/অ্যাকাডেমিক সিভি;

*স্টেটমেন্ট, গবেষণা প্রস্তাবনা এবং ক্যারিয়ার ভাবনা;

*নোটারি কর্তৃক সত্যায়িত সব নম্বরপত্র ও সার্টিফিকেট;

*দুটি রিকমেন্ডেশন লেটার ও প্রফেশনাল রিকমেন্ডেশন;

*ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণপত্র (আইইএলটিএস);

*ফরেন মেডিকেল সার্টিফিকেট;

*বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র; 

*স্কলারশিপের জন্য আবেদনপত্র (পূরণ করা); 

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন প্রক্রিয়া—

স্কলারশিপের জন্য দুইভাবে আবেদন করা যায়। সংশ্লিষ্ট দেশের শিক্ষা মন্ত্রণালয় ও দূতাবাসের মাধ্যমে আবেদন করা যায়। আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়। বিশ্ববিদ্যালয়ে আবেদন করলে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। দূতাবাসের স্কলারশিপ থাকে নির্দিষ্ট এবং প্রতিযোগিতামূলক। 

কোনো বিশ্ববিদ্যালয়ে শুধু অনলাইনে আবেদন করলেই হয়, আবার কোথাও অনলাইনে আবেদনের সঙ্গে হার্ডকপিও পাঠাতে হয়। স্কলারশিপের আবেদনসংক্রান্ত সব বিষয় ওয়েবপেজে উল্লেখ থাকে। 

মফকম স্কলারশিপে আবেদন করতে এবং আবেদনবিষয়ক বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লা পলিটেকনিক শিবিরের নেতৃত্বে রিফাত-আসিফ
  • ১২ জানুয়ারি ২০২৬
ডুয়েটে শহীদ ওসমান হাদির নামে প্রস্তাবিত গবেষণা ভবনের নামকরণ
  • ১২ জানুয়ারি ২০২৬
কর্মজীবী মা ও সন্তানের আবেগঘন গল্পে নাটক ‘মা মনি’
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9