স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে সৌদি সরকার, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

সৌদি আরবে স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই
সৌদি আরবে স্কলারশিপে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © প্রতীকী ছবি

সৌদি আরব শুধু ইসলামি ও আরবি শিক্ষায় নয়, বরং বিজ্ঞান ও সাধারণ শিক্ষায় বর্তমানে বিশ্বের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। ১৯৭৫ সালে উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠার পর থেকে দেশটি শিক্ষাব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। বর্তমানে সৌদি আরবে রয়েছে ২৫টিরও বেশি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, রয়েছে প্রায় ৩৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। যেগুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠান বিদেশি শিক্ষার্থীদের জন্য বিনা খরচে অধ্যয়নের সুযোগ দিয়ে থাকে। ফলে ইসলামি জ্ঞান অর্জনের পাশাপাশি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের কাছেও সৌদি আরব এখন একটি আকর্ষণীয় গন্তব্য।

সৌদি আরব সরকার ২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপের ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা শর্তপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৪ জুন ২০২৫। 

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ; 

*মাসিক উপবৃত্তি দেবে;

*বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা রয়েছে;

*বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করবে;

*যাতায়াতের জন্য বিমান টিকিট;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন চীনে, প্রতিবছর স্নাতকোত্তরে দেবে ৬ এবং পিএইচডিতে ৮ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে; 

আরও পড়ুন: বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকে

আবেদন যেভাবে—

অনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুন ২০২৫।


সর্বশেষ সংবাদ