কৃত্রিম উপগ্রহ অন্বেষা © সংগৃহীত
নতুন বছরের শুরুতেই বড় ধরনের সাফল্যের মুখ দেখল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ রকেটের সাহায্যে সফলভাবে ১৫টি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। খবর আনন্দবাজার।
এই অভিযানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এর তৈরি নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’, যা মহাকাশ থেকে শত্রুপক্ষের প্রতিটি পদক্ষেপের ওপর কড়া নজর রাখবে।
পোশাকি নাম ইওএস-এন১ (EOS-N1) হলেও ‘অন্বেষা’ মূলত প্রতিরক্ষা খাতের জন্যই বিশেষভাবে তৈরি করা হয়েছে। এই কৃত্রিম উপগ্রহটি মহাকাশ থেকে অত্যন্ত নিখুঁত ছবি তুলতে এবং নিখুঁত মানচিত্র তৈরি করতে সক্ষম। প্রতিরক্ষা সূত্রের দাবি, ভারতের শত্রু দেশগুলো কোথায় কী সামরিক সরঞ্জাম মজুত করছে, অন্বেষার উন্নত সেন্সর তা খুব সহজেই চিহ্নিত করে ফেলবে। একই রকেটে ভারতের বেসরকারি সংস্থা ‘ধ্রুব স্পেস’-এর সাতটি উপগ্রহের পাশাপাশি ফ্রান্স, নেপাল ও ব্রাজ়িলের মতো দেশগুলোর আরও আটটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে প্রতিস্থাপন করা হয়েছে।
এটি পিএসএলভি রকেটের ৬৪তম উৎক্ষেপণ। এই অভিযানের সাফল্য ইসরোর বিজ্ঞানীদের জন্য অত্যন্ত স্বস্তির কারণ, গত বছরের মে মাসে ইওএস-০৯ উপগ্রহ পাঠানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি অভিযান ব্যর্থ হয়েছিল। সেই ব্যর্থতার গ্লানি মুছে সোমবারের এই সফল উৎক্ষেপণ ভারতের মহাকাশ সক্ষমতা এবং প্রতিরক্ষা গোয়েন্দাগিরিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।