প্রতীকী ছবি © সংগৃহীত
একবার বা দুইবার নয়, মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠেছে গুজরাটের রাজকোট। সবগুলোই ছিল মৃদু মাত্রার কম্পন। তবুও আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় কিছু এলাকায় বাড়িঘর খালি করানো হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম কম্পন অনুভূত হয়। এরপর শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিট পর্যন্ত আরও সাতবার ভূমিকম্প হয়। অর্থাৎ, এই সময়ের মধ্যেই মোট ৯ বার কেঁপে ওঠে রাজকোট। ভূমিকম্পগুলোর উৎসস্থল ছিল উপলেটার উত্তর-পশ্চিমে প্রায় ৩০ কিলোমিটার দূরে। উপলেটা কচ্ছ অঞ্চলের অন্তর্গত, যা ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত।
তবে রাজকোটবাসীদের দাবি, এত অল্প সময়ের মধ্যে একাধিকবার ভূমিকম্প আগে কখনও তারা অনুভব করেননি। ফলে বড় ধরনের কোনও বিপদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে রয়েছেন স্থানীয়রা।
প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, ৯টি কম্পনের মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৩.৮ এবং সর্বনিম্ন ছিল ২.৯। ভূমিকম্পের মাত্রা ৩ থেকে ৩.৯ হলে সেটিকে মৃদু এবং ৩-এর নিচে হলে অতি মৃদু হিসেবে ধরা হয়। গান্ধীনগরের ইনস্টিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ-এর বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভূমিকম্পের মাত্রা ৪-এর নিচে থাকলে সাধারণত উদ্বেগের কারণ নেই।
তবে বিশেষজ্ঞদের মতে, এত কম সময়ের মধ্যে এতবার কম্পন হওয়াটাই চিন্তার বিষয়। রাজকোট কোনও চ্যুতিরেখার ওপর অবস্থান করছে না, তা সত্ত্বেও কেন বারবার ভূমিকম্প হচ্ছে—তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন তারা। যদিও বর্ষার মরসুমের পর মৃদু ভূমিকম্প নতুন কিছু নয়, কিন্তু স্বল্প ব্যবধানে একাধিক কম্পন বিজ্ঞানীদের ভাবনায় ফেলেছে।
সুত্র: আনন্দবাজার