প্রশান্ত তামাং © ফাইল ছবি
না ফেরার দেশে পাড়ি জমালেন ইন্ডিয়ান আইডলের তৃতীয় সিজন বিজয়ী সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং। ৪৩ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে দার্জিলিংসহ গোটা দেশের সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার (১১ জানুয়ারি) প্রশান্ত তামাংকে তার নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।
২০০৭ সালে ‘ইন্ডিয়ান আইডল সিজন ৩’ জয়ের মাধ্যমে প্রশান্ত তামাং শোবিজ জগতে যাত্রা শুরু করেন। অনুষ্ঠানটিতে বিজয়ী হওয়ার পর প্রশান্ত তার প্রথম সঙ্গীত অ্যালবাম ‘ধন্যবাদ’ প্রকাশ করেন এবং একাধিক সংগীত পরিবেশনার মাধ্যমে একজন প্লেব্যাক গায়ক হিসেবে বেশ পরিচিতি লাভ করেন।
গানের পাশাপাশি অভিনয় দিয়েও নিজের উপস্থিতির জানান দেন প্রশান্ত। ২০১০ সালে নেপালি হিট ছবি ‘গোর্খা পল্টন’-এর মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়। পরবর্তীতে তিনি ‘আঙ্গালো ইয়ো মায়া কো’, ‘কিনা মায়া মা’, ‘নিশানি’, ‘পরদেশি’ এবং ‘কিনা মায়ামা’সহ একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন।
এছাড়াও সাম্প্রতিক সময়ে জয়দীপ আহলাওয়াত অভিনীত ওয়েব সিরিজ ‘পাতাল লোক’ সিজন ২-এ ড্যানিয়েল লেচো চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন প্রশান্ত।
প্রশান্ত তামাংয়ের ইন্ডিয়ান আইডল জয় দার্জিলিংজুড়ে গোর্খা সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মুহূর্ত হয়ে উঠেছিল। তার এ সাফল্য দীর্ঘদিন ধরে উপেক্ষিত বলে মনে করা একটি সম্প্রদায়কে নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছিল। এমন একজন ব্যক্তির আকস্মিক প্রয়াণে তার অনুরাগী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।