চারুকলা প্রদর্শনীতে সেরা দশে ইবি শিক্ষক ইমতিয়াজ
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১২ AM
২৪তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে সেরা দশ জনের তালিকায় স্থান করে নেওয়ার গৌরব অর্জন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের প্রভাষক ইমতিয়াজ ইসলাম।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরষ্কার গ্রহণ করেছেন এই শিক্ষক।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী অধ্যাপক আবদুস সাত্তার। বিচারকমণ্ডলীর সভাপতি অধ্যাপক মোস্তাফিজুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিরা পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের হাতে ক্রেস্ট, সনদ ও অর্থমূল্যের চেক তুলে দেন।
পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ইমতিয়াজ ইসলাম অনুভূতি প্রকাশ করে অনুষ্ঠানে বলেন, স্বভাবতই এমন প্রাপ্তি ভবিষ্যতে আরও ভালো কাজ করার উৎসাহ জোগায়। তবে ছবি আঁকাকে আমি উপভোগ করি, তাই পুরষ্কারের কথা মাথায় রেখে কখনো ছবি আঁকিনি।
তিনি বলেন, আমার জমানো টিকিটের ওপর ভ্রমণ অভিজ্ঞতায় সাধারণ মানুষের জীবনযাপন, আচার ব্যবহার এবং তাদের সমসাময়িক ঘটনাকে জলরং মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। পেইন্টিংয়ের সরল দৃশ্যভাষায় মানুষের প্রতিদিনের জীবনকে রিলেট করানো ছিল এই কাজের উদ্দেশ্য।
এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থীরা এরকম জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রদর্শনীতে অংশগ্রহণ এবং তাদের শিল্পচর্চাকে অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগেও, ইমতিয়াজ ইসলাম ২৪তম জাতীয় শিল্পপ্রদর্শনী পুরস্কার, সভেরিয়ান এশিয়ান আর্ট প্রাইজ, বার্জার তরুণ শিল্পী পুরস্কারসহ দেশে-বিদেশে একাধিক গ্র্যান্ট ও পুরস্কারে ভূষিত হয়েছেন।
জানা গেছে, বুধবার থেকে শুরু হওয়া এবারের প্রদর্শনী চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। জাতীয় চিত্রশালার ২ থেকে ৭ নম্বর পর্যন্ত মোট ছয়টি গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে বিপুল সংখ্যক শিল্পকর্ম। চিত্রকলা, ভাস্কর্য, প্রাচ্যকলা, কারুশিল্প, মৃৎশিল্প, আলোকচিত্র, স্থাপনা শিল্প, পারফরম্যান্স আর্ট, নিউ মিডিয়া আর্টসহ বিভিন্ন মাধ্যমে সৃষ্ট শিল্পকর্ম এতে স্থান পেয়েছে। নবীন চারুশিল্পীদের নিয়ে আয়োজিত এ প্রদর্শনী প্রতি কর্মদিবসে সকাল ১১টা থেকে রাত ৮টা এবং ছুটির দিনে বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রসঙ্গত, নবীন চারুকলা প্রদর্শনীর সূচনা হয় ১৯৭৫ সালে। এবারের আয়োজনে সারা দেশের ২১ থেকে ৩৫ বছর বয়সী ৬৮১ জন শিল্পী জমা দেন ১ হাজার ৩৯৩টি শিল্পকর্ম। প্রাথমিক বাছাই শেষে ১৯১ জন শিল্পীর নির্বাচিত ২১৫টি কাজ স্থান পেয়েছে চূড়ান্ত প্রদর্শনীতে।