হাদির ওপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫২ PM , আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ PM
কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ © টিডিসি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সাংসদ পদপ্রার্থী শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্রনেতারা। মিছিলটি মেইন গেটে এসে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও আইইউসানসের নেতাকর্মীরা। 

বিক্ষোভে নেতাকর্মীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘গুলিবিদ্ধ হাদি ভাই, ঘরে থাকার সময় নাই’; অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘তুমি কে আমি কে, হাদি হাদি’ ইত্যাদি স্লোগান দেন।

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, ‘হাদির ওপর আজকেই গুলি করা হয়নি, আগেও তাকে টার্গেট করা হয়েছে। এটা ষড়যন্ত্র, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন বানচালের ষড়যন্ত্র। সিসিটিভি দেখে সন্ত্রাসীকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। জুলাই যোদ্ধারা আজ নিরাপত্তাহীন। এই রাষ্ট্রের দায়িত্ব জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া।’

শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘একটি মহল সবসময় বাংলাদেশকে অস্থিতিশীল অপচেষ্টা চালাচ্ছে, তারই অংশ হিসেবে আজকে হাদীর উপর হামলা হয়েছে। হাদির ওপর হামলা শুধু কোন ব্যক্তির উপর নয়, গণতন্ত্রের ওপর হামলা হয়েছে। ভিন্নমত থাকতেই পারে তা হামলা করে দমন করা যায় না। হাদি সমাজের ন্যায়, সচেতন ও বিপ্লবী একজন মানুষ। এ ঘটনায় প্রতিটি মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। অতিদ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’

ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী বলেন, ‘জুলাই-পরবর্তী বাংলাদেশে জুলাই নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। সুশীলদের উদ্দেশ্যে বলতে চাই, জুলাইকে একাত্তরের মুখোমুখি দাঁড় করাবেন না। যদি আপনারা ভারতের চক্রান্ত থেকে বেরিয়ে না আসলে আপনাদেরও বাংলাদেশ থেকে বিদায় করতে বাধ্য হবো। ভারত আমাদের প্রতিবেশী, প্রতিবেশীর মতো আচরণ করুন। আমরা কাওকে ছাড় দিতে প্রস্তুত নই। যেখানেই হাদিদের ওপর হামলা করা হবে আমরা সেখানেই প্রতিরোধ গড়ে তুলব।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘হাদি ভাইয়ের ওপর আক্রমণ বিচ্ছিন্নভাবে নিলে আপনারা চরম ভুল করবেন। ইন্টেরিম ক্ষমতা নেওয়ার পরপরই জুলাই যোদ্ধাদের ওপর হামলা শুরু হয়৷ সর্বশেষ সহযোদ্ধা তাহমিদ ও ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলা হয়েছে। একটি ঘটনার সঙ্গে আরেকটি মেলালে দেখা যাবে বাংলাদেশপন্থীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগের সহযোগীরা। তাদের সহযোগিতা করছে ভারত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও আওয়ামী লীগেকে নিষিদ্ধ করা হয়নি।’

এ সময় অতিদ্রুত আওয়ামী লীগেকে নিষিদ্ধ এবং নির্বাচনের আগপর্যন্ত ভারতের সঙ্গে সব কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান এই ছাত্রনেতা।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9