বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি ইবি ছাত্রদলের

২২ নভেম্বর ২০২৫, ০৭:২৪ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৪ PM
ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ © সংগৃহীত

৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ দাবি করেছে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজনের প্রতি হতাশা ব্যক্ত করে এ দাবি জানান শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।

শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বিশ্ববিদ্যালয় দিবসের আয়োজন নিয়ে হতাশা ব্যক্ত করে ক্ষোভ ঝাড়েন ছাত্রদলের নেতাকর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘আজকে প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানকে নামমাত্র স্মরণ করা হয়েছে বলে আমার মনে হয়েছে। আমরা বলেছিলাম, আজকে যেন ক্লাস-পরীক্ষাগুলো বন্ধ থাকে এবং সুন্দর আয়োজন করা হয়। কিন্তু এখানে নামমাত্র পিটি প্যারেডের আয়োজন করা হয়েছে। আমাদের দাবির পরিপ্রেক্ষিতেই আলোচনা সভা করেছে, সেখানে আবার ইরানি প্রদর্শনী রাখবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মকাণ্ডে আমরা সংক্ষুব্ধ। কিছু বললেই তারা বাজেটের সংকট দেখায়। বিগত আমলের ৫৩৭ কোটি টাকার উন্নয়ন বরাদ্দ দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে বলে আমার মনে হয়েছে; এ প্রশাসন নতুন কোন বরাদ্দ আনতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, তারা পদত্যাগ করুক।’

ছাত্রদলের এই নেতা বলেন, ‘আমরা উদযাপন কমিটিকে জানিয়েছিলাম যেন আজকের দিনে শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকে কিন্তু তারা আমাদের দাবি উপেক্ষা করে তাদের সিদ্ধান্তই বাস্তবায়ন করেছে। শিক্ষার্থীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়নি। বিগত ফ্যাসিস্ট আমলে ইসলামী বিশ্ববিদ্যালয় অবহেলিত ছিল, নিষ্পেষিত হয়েছিল। শহীদ জিয়াউর রহমান হল দীর্ঘ সময় বঞ্চনার শিকার হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, বর্তমানেও সেটা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন পরবর্তী কোন মিটিংয়ে আমাদের না ডাকে। তারা তাদের মতোই কাজ করে, অনর্থক আমাদের কাছ থেকে সময় নিয়ে সময়ক্ষেপণ করে।’

এ ছাড়া শ্রদ্ধাঞ্জলি নিবেদন পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের নাম ও কোনো ছবি না থাকায় আলোচনা সভা বয়কট করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, ‘বিগত প্রশাসনও জিয়াউর রহমানের নাম নেয়নি, বর্তমান প্রশাসনের ক্ষেত্রেও একই ধারা দেখতে পাচ্ছি। জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে তার নাম, ছবি না থাকায় আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আলোচনা সভা বর্জন করেছি।’

‘হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই’
  • ১৭ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনের বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9