ইবিতে ‘অপরচুনিটি ফর হায়ার স্টাডি ইন সাউথ কোরিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১০:৩১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, শিক্ষাবৃত্তি, গবেষণা সহযোগিতা ও আন্তর্জাতিক একাডেমিক সংযোগ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে ‘অপরচুনিটি ফর হায়ার স্টাডি ইন সাউথ কোরিয়া’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু হেনা মুস্তাফা জামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ইন্টারন্যাশনাল অ্যাফোর্স ডিভিশনের পরিচালক অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঝি।
সেমিনারের কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার সানগুক এডুকেশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ইয়ং ওয়ান জন এবং আলোচক হিসেবে বক্তব্য দেন একই ফাউন্ডেশনের প্রতিনিধি জিনসেও চোই। সেমিনারে বক্তারা কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং–বিষয়ক ডিগ্রি ও গবেষণা সুবিধা তুলে ধরেন। পাশাপাশি কোরিয়ার শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের জীবনযাপন ও স্কলারশিপ কাঠামো নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
কোরিয়ান ভাষার গুরুত্ব তুলে ধরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘গ্লোবাল ক্যারিয়ারের ক্ষেত্রে ভাষা শেখা অত্যন্ত জরুরি। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা বা কর্মসংস্থান—উভয় ক্ষেত্রেই কোরিয়ান ভাষা শেখা শিক্ষার্থীদের প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। বর্তমান বৈশ্বিক উচ্চশিক্ষায় দক্ষিণ কোরিয়া একটি গুরুত্বপূর্ণ গন্তব্য, বিশেষ করে বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে তাদের অগ্রগতি ছাত্রছাত্রীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে।’
সেমিনারের শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় ও সানগুক এডুকেশনাল ফাউন্ডেশনের মধ্যে একটি মেমোর্যান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে যৌথ গবেষণা, শিক্ষার্থী বিনিময়, স্কলারশিপ ও একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
এদিকে কোরিয়ার প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (আইআইইআর) পরিদর্শন করেন। সেখানে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।