৪৭ বছরে পদার্পণ, বর্ণিল সাজে সেজেছে ইবি

২১ নভেম্বর ২০২৫, ০৯:২৯ PM
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেজেছে ইবি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেজেছে ইবি © টিডিসি

রাত পোহালেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জন্মদিন। প্রতিষ্ঠার ৪৬ বছর পেরিয়ে ৪৭ বছরে পা রাখতে প্রস্তুত স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে স্থাপিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। নিজের জন্মদিন উপলক্ষে তাই বর্ণিল সাজে সেজেছে সে। ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে জ্বলে উঠেছে রংবেরঙের বাতি, শিল্পীর দক্ষ হাতের আল্পনায় সেজেছে পিচঢালা রাস্তাগুলো। লাল-নীল-সোনালি রঙের রঙিন আলোয় উজ্জ্বল হয়েছে বিশ্ববিদ্যালয় মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ডায়না চত্বর, প্রতিটি আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ।

সরেজমিনে দেখা যায়, ৪৭তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই মেইন গেট, ডায়না চত্বর, প্রশাসন ভবন ও ভবনের সামনের চত্বর ও আবাসিক হলে জ্বলে ওঠে রংবেরঙের মরিচবাতি। বিভিন্ন স্থাপনার সামনে দাঁড়িয়ে সেলফি ও ছবি তুলতে ব্যস্ত শিক্ষার্থীসহ বেড়াতে আসা লোকজনেরা। কয়েকজনকে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ কর‍তে, কয় ভিডিও বানাচ্ছেন। আলোকসজ্জার বর্ণিল আলোয় উৎফুল্ল শিক্ষার্থীদের মন। স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের দেখা যায় দক্ষ হাতে আল্পনায় শেষ মুহহূর্তের আঁচড় দিতে। 

আগামীকাল শনিবার (২২ নভেম্বর) ৪৭ বছরে পা রাখবে এই বিশ্ববিদ্যালয়। সেই উপলক্ষে ক্যাম্পাসকে সাজানো হয়েছে নবরূপে। পরিষ্কার করা হয়েছে সম্পূর্ণ ক্যাম্পাস এলাকা। গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়াও ডায়না চত্বরের ঝাউ গাছ গুলোয় করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা। ঝাড়বাতি গায়ে জড়িয়ে আলোয় ঝলমল করছে গাছগুলো। এসব হলের সামনে আলোকসজ্জায় দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তুলতে ব্যস্ত হলের শিক্ষার্থীরা। 

এদিকে, ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন সকাল ১১টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। এরপর শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ৪৭তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এরপরে জন্মদিন উপলক্ষে কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে উপস্থিত বিভিন্ন বিভাগ, হল, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে খেলার মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হবে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি, হল, অফিস, ল্যাবরেটরি স্কুলের শিক্ষকবৃন্দ, বিভিন্ন সমিতির সদস্যরা অংশগ্রহণ করবেন৷  র‍্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর চত্বরে এসে শেষ হবে এবং ভিত্তিপ্রস্তর চত্বরে পুষ্পস্তবক অর্পণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ ছাড়া দিবসটি উপলক্ষে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরে, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইরানি চলচ্চিত্র প্রদর্শিত হবে। দিবসটি উপলক্ষে মেইন গেট, প্রশাসন ভবন, ভিসি বাংলো, ভিত্তিপ্রস্তর ও ডায়না চত্বর ২১, ২২ ও ২৩ নভেম্বর (৩ দিন) আলোকসজ্জিত করা হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়কে আলপনা অঙ্কন ও রঙিন পতাকা দ্বারা সজ্জিত করা হবে। চারদিকের এত এত আয়োজনের সব কিছুই যেন বলে দিচ্ছে, রাত পোহালেই জন্মদিন ১৭৫ একরের ইসলামী বিশ্ববিদ্যালয়ের।

জরুরি বৈঠকে জামায়াতে ইসলামী
  • ১৭ জানুয়ারি ২০২৬
কোকোকে নিয়ে আমির হামজার বিতর্কিত বক্তব্যটি ২০২৩ সালের, ফের …
  • ১৭ জানুয়ারি ২০২৬
একই স্কুলে প্রতি বছর ভর্তি ফি, ফেসবুকে সরব প্রতিবাদ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে সায়েন্সল্যাবে গণজমায়েতের ঘোষণা শ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
বিইউপির এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভোটকেন্দ্র প্রস্তুতিতে ৯৪৭ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে ৬ কোটি…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9