ইবিতে প্রয়াত শিক্ষার্থীর স্মরণে রক্তদান ক্যাম্পেইন
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী প্রয়াত সুমাইয়া শারমিন শান্তার স্মরণে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে ময়মনসিংহ জেলা সমিতির উদ্যোগে ও মাগুরার আছিয়া খাতুন মেমোরিয়াল রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারের সহযোগিতায় এ রক্তদান ক্যাম্পেইন করা হয়।
রক্তাদাতা জুনায়েদ আহমেদ বলেন, ‘এ পর্যন্ত ১৬ বার রক্ত দিয়েছি, আজকেও দিচ্ছি। আমার কাছে মনে হয় যে রক্তদান এমন একটি ইবাদত যেখানে কোন লৌকিকতা নেই। একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতে পারার মতো আনন্দের আর কিছু নেই। আল্লাহ যত দিন সুস্থ রাখবেন, তত দিন মানুষের পাশে থাকার এবং রক্ত দেওয়ার চেষ্টা করব।’
আছিয়া খাতুন মেমোরিয়াল ব্লাড সেন্টারের সংগঠক আল-আমিন উল্লাহ বলেন, ‘প্রয়াত শিক্ষার্থী স্মরণে ফ্রি ব্লাড গ্রুপিং এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি। তাদেরকে আমরা আমাদের ফাউন্ডেশন থেকে সহযোগিতা করছি। আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্প করেছি। মূলত থ্যালাসেমিয়া রোগীদের রক্ত দিয়ে সহযোগিতা করার উদ্দেশ্যেই শিক্ষার্থীদের থেকে রক্ত সংগ্রহ করা হয়। রক্ত সংগ্রহের পরে আমরা ব্লাড সেন্টারে সংরক্ষণ করি এবং যাদের রক্তের প্রয়োজন রয়েছে তাদের সরবরাহ করা হয়।’
ময়মনসিংহ জেলা সমিতির জান্নাতুল ফেরদৌস সুমি বলেন, ‘আজকের এই আয়োজন করা হয়েছে মূলত আমাদের ময়মনসিংহ জেলা সমিতির উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রয়াত শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তার আত্মার মাগফিরাত কামনার জন্য। আমরা এ পর্যন্ত ১০ ব্যাগ রক্ত সংগ্রহ করেছি যা পরবর্তীতে থ্যালাসেমিয়া রোগীদের কাছে সরবরাহ করা হবে। আজকে যে সংগঠনটি আমাদের সহযোগিতা করতেছে সেটি মূলত থ্যালাসেমিয়া নিয়েই কাজ করে। আশা করি এ রক্তের মাধ্যমে অনেক থ্যালাসেমিয়া রোগীর উপকারে আসবে।’
ইবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, ‘আজকের এই মানবিক কর্মসূচির আয়োজন করায় ময়মনসিংহ জেলা কল্যাণ সমিতি ও সহযোগী রেড ক্রিসেন্ট সোসাইটিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ক্যাম্পাসে এ ধরনের আয়োজন করা অত্যন্ত জরুরি কারণ এতে একদিকে যেমন মানুষের কল্যাণ হয় তেমনি বিশ্ববিদ্যালয়ের মান মর্যাদাও বৃদ্ধি পায়। আশা করি শুধু ময়মনসিংহ জেলা কল্যাণ সমিতি নয়, আরও যে সংগঠনগুলো রয়েছে, তারাও এধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসবে।’