নিজের ও প্রতিষ্ঠানের যোগ্যতা অর্জনে কর্মকর্তাদের তৎপর থাকতে হবে : ইবি ভিসি

১৬ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ PM
আইকিউএসির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় কথা বলছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ

আইকিউএসির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় কথা বলছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, নিজের ও প্রতিষ্ঠানের জন্য যোগ্যতা অর্জনে কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে তৎপর থাকা দরকার। যে প্রতিষ্ঠানে কাজ করে তারা তাদের পরিবারের প্রয়োজন মেটাতে পারেন, সেই প্রতিষ্ঠানের জন্য দায়িত্ব পালন করা নৈতিক, মানবিক ও ধর্মীয় দায়িত্ব।

রবিবার (১৬ নভেম্বর) সকালে কেন্দ্রীয় লাইব্রেরির চতুর্থ তলায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘অফিস ব্যবস্থাপনা ও পেশাগত দক্ষতা বৃদ্ধি’ বিষয়ক এক প্রশিক্ষণ প্রোগ্রামে প্রধান অতিথি ও রিসোর্স পার্সনের বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিভিন্ন অফিস/বিভাগের ৬০ কর্মকর্তা প্রোগ্রামে উপস্থিত ছিলেন। 

ইবি উপাচার্য বলেন, ‘হৃদয় ও মনের সঙ্গে যদি সংযোগ সাধন না ঘটে তাহলে কোনো ট্রেনিংয়ে কাজ হবে না। সবার আগে মাইন্ড সেটকে ঠিক করতে হবে। শিক্ষকরা যদি না পড়ান, তাহলে সেটা বিশ্ববিদ্যালয় বলে স্বীকৃত হবে না। বিশ্ববিদ্যালয় মানে হল যেখানে পড়ানো হয়, গবেষণা হয়। আর এ কাজে সহযোগিতার জন্য একটা অ্যাডমিনিস্ট্রেশনের দরকার, একটা ম্যানেজমেন্টের দরকার। পৃথিবীর তাবৎ ভালো জিনিস নষ্ট হয়ে যেতে পারে ব্যাড অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, ম্যাল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য। সারা পৃথিবীতে দুইটা কাজ - ম্যানেজমেন্ট এবং লিডারশিপ।’

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনের সভাপতিত্বে ও অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সঞ্চালনায় প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে প্রোগ্রামে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। 

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, ‘সীমিত অর্থায়নের কারণে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহ কষ্টে দিনাতিপাত করছে। ইকুইপমেন্টস, লজিস্টিক সাপোর্ট, জনবল ও অর্থ স্বল্পতাসহ বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আমাদের অভিজ্ঞতা ও দক্ষতার স্বাক্ষর রাখতে হবে।’

নিয়ম-শৃঙ্খলা ও কর্মচারী বিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। আপনারা নিয়মিত অফিসে আসবেন; কর্মঘণ্টা শেষ করে তবেই কর্মস্থল ত্যাগ করবেন।’

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের ৮ নেতা
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির বাসে হামলা, থানায় অভিযোগ দেবে ডাকসু
  • ১৬ জানুয়ারি ২০২৬
শীতার্তদের পাশে দাঁড়াতে ঢাবিতে ‘কুয়াশার গান’ কনসার্ট
  • ১৬ জানুয়ারি ২০২৬
বাসে হামলাকারী সাত কলেজ শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবির মুহসীন হলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ জোন উদ্বোধন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে হলের ছাদে গাঁজা সেবনের সময় ছাত্রদলকর্মীসহ আটক ৪
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9