ইবির ক্রীড়া উন্নয়নে ৩ লাখ টাকা অনুদান ক্রীড়া সচিবের

১৫ নভেম্বর ২০২৫, ০৩:০৬ PM
অনুষ্ঠানের উদ্বোধনের সময়ে

অনুষ্ঠানের উদ্বোধনের সময়ে © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা ২০২৫-২০২৬ এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সামগ্রী ক্রয় ও ক্রীড়া উন্নয়নের জন্য ৩ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় ভলিবল মাঠে বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি।

পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে এবং জার্নালিজম বিভাগের সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান ও শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মাবিলা রহমানের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।  এছাড়াও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি সহ কয়েকশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। শরীর, মন ও মেধা বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকরী একটি পদক্ষেপ। খেলায় একদল বিজয়ী হবেন, আরেক দল বিজিত হবেন, এটাই নিয়ম। এই খেলায় অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষার্থী ও প্রতিটি দলকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। 

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মাহবুব উল আলম বলেন, আমি এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আজ এই বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার আসতে পেরেছি। এ বিশ্ববিদ্যালয় আমাকে দিয়েছে সম্মান এবং রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে অসীন হওয়ার সুযোগ। এই বিশ্ববিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী এখন সরকারের সচিব পদে কর্মরত। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, মর্যাদা এখনো অক্ষুণ্ণ রয়েছে। জাতি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। আমরা যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষার সুযোগ পাই, অনেক দেশেই তা পায় না। সেসব দেশে উচ্চশিক্ষা অনেক ব্যয়বহুল কিন্তু বাংলাদেশ সরকার উচ্চ শিক্ষাকে আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছে। 

তিনি আরও বলেন, পড়াশোনার এই চার বছর আমাদের জন্য ক্রান্তিকাল। আমরা যদি পরিশ্রমের সাথে এই ক্রান্তিকাল অতিক্রম করতে পারি তাহলে আমাদের জন্য স্বর্ণযুগ অপেক্ষা করছে। তোমরা প্রতিটি সময়কে কাজে লাগাবে এবং চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতামূলক যুগের সাথে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে তুলবে। এই প্রতিযোগিতা শুধু নিজের বিশ্ববিদ্যালয়ের মধ্য নয় বরং পাবলিক, প্রাইভেট এবং বাইরের দেশ থেকে যারা বাংলাদেশের পড়াশোনা করতে এসেছে, তাদের সাথেও প্রতিযোগিতা করতে হবে। সেজন্য কেমন প্রস্তুতি দরকার  সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষকদের দায়িত্ব হবে তোমাদের মেধাকে প্রস্ফুটিত করে তার সর্বোচ্চ ব্যবহারের জন্য প্রস্তুত করে তোলা। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, যিনি বাংলাদেশের ক্রীড়া সচিব তার হাত দিয়েই আজকে তার ই বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে। এর চেয়ে গর্বের বিষয় আর হতে পারে না।  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্ন থেকে এ পর্যন্ত শিক্ষা এবং ক্রীড়া ক্ষেত্রে অনন্য উজ্জ্বলতা ও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। আমরা যখন ক্রীড়া মন্ত্রণালয় পরিদর্শন করি তখন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিদদের জাতীয় ও আন্তর্জাতিক সম্পৃক্ততা তুলে ধরেছি। প্রত্যন্ত অঞ্চলে এই বিশ্ববিদ্যালয় হওয়া স্বত্তেও ক্রীড়া ক্ষেত্রে সারাদেশে বিশেষ স্থান দখল করেছে।

তিনি সচিব মহোদয়ের কাছে আবেদন জানিয়ে বলেন, আপনি সচিব থাকা অবস্থায় এই বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগকে উন্নতি করতে যত কিছু প্রয়োজন তা আপনি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবেন। এছাড়াও আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতার জন্য আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যত ধরনের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন, আপনার যুব মন্ত্রণালয়ের অধীনে যে যে সুযোগ আছে, এই ক্যাম্পাসে সেসব প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে না পারলে সামনে অগ্রসর হতে পারব না।

মাভাবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে হাফিজুর–রাহাদুল
  • ১৬ জানুয়ারি ২০২৬
পাওনা টাকা পরিশোধের চাপ দেওয়ায় গৃহশিক্ষিকা ও তার মাকে খুন
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিইউবিটিতে স্প্রিং-২০২৬ নবীন বরণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনী অফিস উদ্বোধন শেষে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9