আইইউবির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন আইসিইবিটিএম-২০২৫

১১ নভেম্বর ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৫, ০৫:১৩ PM
আইসিইবিটিএম-২০২৫ নিয়ে সংবাদ সম্মেলন

আইসিইবিটিএম-২০২৫ নিয়ে সংবাদ সম্মেলন © টিডিসি

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনারশিপ এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইকোনমিক্স, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট আইসিইবিটিএম-২০২৫। আগামী ১৪ ও ১৫ নভেম্বর ওয়েস্টিনে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ নভেম্বর) আইইউবি ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আন্তর্জাতিক সম্মেলনে ১২টিরও বেশি দেশের (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, মালয়েশিয়া, ভারত, পোল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইত্যাদি) ৩০০ জনের বেশি অংশগ্রহণকারী যোগ দেবেন। দুই দিনে থাকবে পাঁচটি কীনোট বক্তব্য, আটটি ইন্ডাস্ট্রি টক, তিনটি আমন্ত্রিত সেশন, ২৫টি প্যারালাল সেশন এবং দুটি একাডেমিয়া-ইন্ডাস্ট্রি প্যানেল আলোচনা।

আগামী ১৪ নভেম্বর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। এদিন উদ্বোধনী পর্বে তিনি কীনোট উপস্থাপন করবেন। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ. হোসেইন।

দুই দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে আরও কীনোট উপস্থাপন করবেন অধ্যাপক জনাথন লিউ (যুক্তরাজ্য), অধ্যাপক রাজাহ রাসিয়াহ (মালয়েশিয়া), অধ্যাপক ড. মানিয়াম কালিয়ানান (মালয়েশিয়া), ড. আহমদ আহসান (পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ)। আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক, সাপ্লাই চেইন ডিসরাপশন, পরিবেশবান্ধব ব্যবসা, উদ্যোগ উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধি বিষয়ে সর্বশেষ গবেষণা ও প্রবণতা।  

সংবাদ সম্মেলনে আইসিইবিটিএম ২০২৫-এর জেনারেল চেয়ার ও আইইউবির ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব সম্মেলনের উদ্দেশ্য, বিভিন্ন সেশন ও অংশগ্রহণকারীদের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, অর্থনীতি, ব্যবসা ও প্রযুক্তি ব্যবস্থাপনায় নতুন ভাবনা ও গবেষণার ফলাফল বিনিময়ের জন্য এই আয়োজন একটি কার্যকরী আন্তর্জাতিক মঞ্চ হিসেবে কাজ করবে।

সংবাদ সম্মেলনে আইইউবির উপাচার্য অধ্যাপক ম. তামিম এবং এসবিই’র ভারপ্রাপ্ত ডিন ও সম্মেলনের অনারারি চেয়ার প্রফেসর রাইসুল আউয়াল মাহমুদ ছাড়াও, আইসিইবিটিএম ২০২৫-এর অন্যতম দুই প্রধান পৃষ্ঠপোষক অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এবং রহিমআফরোজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় বিভিন্ন আয়োজক কমিটির সদস্যবৃন্দ, বিভাগীয় প্রধান এবং শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আইসিইবিটিএম ২০২৫-এ থাকবে পিএইচডি কলোকিয়াম, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং ও জার্নাল সম্পাদকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ। বাছাইকৃত গবেষণা প্রবন্ধ প্রকাশ করা হবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জার্নাল ও বইয়ের অধ্যায়ে (টেইলর অ্যান্ড ফ্রান্সিস, স্প্রিঙ্গার নেচার)। আন্তর্জাতিক এই আয়োজনের মাধ্যমে আইইউবির স্কুল অব বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রনারশিপ উচ্চশিক্ষা ও শিল্পখাতের মাঝে সেতুবন্ধন আরও মজবুত করতে এবং টেকসই উন্নয়নমুখী গবেষণার নতুন দিগন্ত উন্মোচনে কাজ করে যাচ্ছে। 

কল্পনাও করিনি গানটি এত সমাদৃত হবে— দাঁড়িপাল্লার গান নিয়ে যা…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ইউআইইউতে টেকসই উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইউবিএটির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ১৬ জানুয়ারি ২০২৬
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডিআইএমএফএফ ও ইনফিনিক্সের উদ্যোগে ‘প্রাউড বাংলাদেশ’ মোবাইল ফ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্…
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9