খুবিতে জুলাই আন্দোলনে বিরোধীদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি

১৯ অক্টোবর ২০২৫, ০২:১১ AM
খুবি লোগো

খুবি লোগো © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালীন আন্দোলনে বিরোধীদের ভূমিকা চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ২৩৩তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে শিক্ষা স্কুলের ভারপ্রাপ্ত ডিন ও ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. ইমদাদুল হককে। সিন্ডিকেটের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই’২৪ বিপ্লব সময়কালীন বিপ্লববিরোধী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের ভূমিকা অনুসন্ধান ও প্রতিবেদন তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নির্বাচন ২৫ অক্টোবর 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক ও কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুলাই’২৪ বিপ্লব সময়কালীন বিরোধীদের কর্মকাণ্ডসংক্রান্ত সকল প্রমাণাদি ডকুমেন্ট, ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র আগামী ২৮ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে দপ্তরে জমা দিতে হবে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমরা প্রাথমিক পর্যায়ে তথ্য সংগ্রহ করছি। তথ্য সংগ্রহ শেষ হলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।  বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা ও সুশাসন রক্ষায় জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে কে কী ভূমিকা পালন করেছে, তা নিরপেক্ষভাবে যাচাই করে প্রতিবেদন দাখিল করা হবে। 

বছরের শেষ দিনে কমল সোনার দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
রিজার্ভ ছাড়াল ৩৩ বিলিয়ন ডলার
  • ০১ জানুয়ারি ২০২৬
কমল জ্বালানি তেলের দাম
  • ০১ জানুয়ারি ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
  • ০১ জানুয়ারি ২০২৬
‘দুর্ভাগ্যজনকভাবে দেখলাম, এবারও পটকার শব্দে কেঁপে উঠছে চারপ…
  • ০১ জানুয়ারি ২০২৬
নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি, রাজধানীতে ভবনে আগুন
  • ০১ জানুয়ারি ২০২৬