খুলনা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

১১ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ AM
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের আওতাধীন ডিসিপ্লিনসমূহে ভর্তির লক্ষে আবেদনপত্র আহবান করেছে কর্তৃপক্ষ। আগামী ২১ অক্টোবর আবেদন প্রক্রিয়া শুরু হবে। আজ শনিবার (১১ অক্টোবর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আবেদনের যোগ্যতা
খুলনা বিশ্ববিদ্যালয় অথবা দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে তিন, চার অথবার পাঁচ বছরের স্নাতকবা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে (যা ইউজিসি কর্তৃক সমমানের ডিগ্রি হিসেবে স্বীকৃত হতে হবে)। প্রার্থীকে কমপক্ষে ১৬ বছরের শিক্ষাকাল শেষ করতে হবে অথবা ৩ বছরের স্নাতক ডিগ্রি অর্জনকারীদের ক্ষেত্রে ১৫ বছর শিক্ষাকাল ও ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করা যাবে তবে, ক্লাস শুরুর পর থেকে দুই মাসের মধ্যে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে। স্কুল ভিত্তিক ন্যূনতম গ্রেড পয়েন্ট বা যোগ্যতা সিজিপিএ ২.২৫ থেকে ২.৫০ বা দ্বিতীয় শ্রেণি। 

যেসব ডিসিপ্লিনে ভর্তি নেওয়া হবে
বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলে স্থাপত্য, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, নগর ও গ্রামীণ পরিকল্পনা, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও পরিসংখ্যান।

জীব বিজ্ঞান স্কুলে রয়েছে এগ্রোটেকনোলজি বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্ট সায়েন্স, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি, ফার্মেসি ও সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলে ব্যবসায় প্রশাসন ও মানসম্পদ ব্যবস্থাপনা।

আরও পড়ুন: গুচ্ছের ভর্তি পরীক্ষা জাতীয় নির্বাচনের আগে নাকি পরে—যখন জানা যাবে

কলা ও মানবিক স্কুলে ইংরেজি, বাংলা এবং ইতিহাস ও সভ্যতা। সামাজিক বিজ্ঞান স্কুলে অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা। চারুকলা স্কুলে ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য। আইন স্কুলে আইন এবং শিক্ষা স্কুলে শিক্ষা।

আবেদনের সময়সীমা
আগামী ২১ অক্টোবর থেকে ১৫ ডিসেম্বর ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলীর জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ku.ac.bd) ও সংশ্লিষ্ট ডিসিপ্লিন অফিসসমূহে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হলে শহীদদের প্রতি জু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় মাদ্রাসায় নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা, আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির আরেক প্রার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
বোয়ালখালীতে সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নে…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9